13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মুসলিম থেকে হিন্দু ধর্ম গ্রহণ করলে পান হুমকি, সাহায্য চান আদালতের

Rai Kishori
November 4, 2020 1:37 pm
Link Copied!

বিয়ের জন্য মুসলিম থেকে হিন্দু ধর্ম গ্রহণ করেছিলেন এক নারী। এরপর থেকেই হুমকি।

পুলিশি নিরাপত্তা চেয়ে আবেদন করেন। কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়েছেন ভারতের এলাহাবাদ হাইকোর্ট।

হাইকোর্ট বলছে, ওই মুসলিম নারী শুধু বিয়ে করবেন বলেই হিন্দু ধর্ম গ্রহণ করেছিলেন। যা মোটেও আদালতের কাছে গ্রহণযোগ্য নয়। বিচারপতি মহেশচন্দ্র ত্রিপাঠির ভাষায়, ওই নারী বিয়ের এক মাস আগে ধর্মান্তরিত হন।

ওই দম্পতির আবেদন খারিজ করতে দিয়ে ২০১৪ সালের এলাহাবাদ হাইকোর্টের একটি রায় উল্লেখ করেন বিচারপতি ত্রিপাঠি। যেখানে আদালতের পর্যবেক্ষণ ছিল যে, কেবল বিয়ের জন্য ধর্মান্তরকরণ গ্রহণযোগ্য নয়। তাই সংবিধানের ২২৬ নম্বর ধারা অনুযায়ী বিষয়টিতে হস্তক্ষেপ করবে না আদালত।

এর আগে ২০১৪ সালে একইভাবে পুলিশি নিরাপত্তা চেয়ে একাধিক আবেদন করেছিল এক দম্পতি। তখন এক নারী বিয়ের জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। পরে অব্যাহত হুমকির মুখে আদালতের কাছে নিরাপত্তা আবেদন করেছিলেন ওই দম্পতি।

তবে আদালত তার রায়ে বলেছিলেন, ইসলাম সম্পর্কে কোনও জ্ঞান না থাকা বা ইসলামে বিশ্বাস না থাকা সত্ত্বেও কোনও মুসলিম ছেলের কথায় কোনও হিন্দু মেয়ের বিয়ের জন্য ধর্মান্তরিত হওয়া কীভাবে বৈধ হতে পারে?

http://www.anandalokfoundation.com/