13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ঢাকাকে স্মার্ট সিটিতে রুপান্তরে ভারতের সহযোগিতার প্রস্তাব -ভারতীয় হাই কমিশনার

Rai Kishori
October 21, 2020 6:51 am
Link Copied!

দেবাশীষ মুখার্জী, কূটনৈতিক প্রতিবেদক: ঢাকাকে স্মার্ট সিটিতে রুপান্তরের প্রচেষ্টায় ভারতের তরফে সহযোগিতা করার প্রস্তাব দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

গতকাল মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের কাছে তিনি এ প্রস্তাব দেন।

ঢাকাকে স্মার্ট সিটি হিসেবে রুপান্তরে ভারতীয় হাইকমিশনারের প্রস্তাবের প্রেক্ষিতে মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস আনুষ্ঠানিকভাবে একটি লিখিত প্রস্তাব পেশ করতে পরামর্শ দিয়েছেন। প্রত্যুত্তরে ভারতীয় হাইকমিশনার জানান, দ্রুততম সময়ের মধ্যে প্রস্তাবনা পাঠানো হবে।

মশক নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমসহ মৌলিক নাগরিক পরিসেবার দৃশ্যমান উন্নতি সাধনে সফলভাবে নেতৃত্ব দেয়ায়, মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে অভিনন্দন জানিয়েছেন, ভারতের হাইকমিশনার।

উল্লেখ্য, বিশ্বের বসবাসের অযোগ্য মহানগর সমূহের তালিকায় তৃতীয় অবস্থানে আছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এই দুরবস্থা থেকে উত্তরন এবং ঢাকা মহানগর-কে স্মার্ট সিটিতে রুপান্তরের জন্য আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার।

http://www.anandalokfoundation.com/