13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব জলবায়ু ঝুঁকিপূর্ণ উপলক্ষে যশোরে মানববন্ধন ও র‌্যালি

Rai Kishori
September 25, 2020 6:24 pm
Link Copied!

যশোর প্রতিনিধি: বিশ্ব জলবায়ু মারাত্মক ঝুঁকিপূর্ণ এর সমাধান উপলক্ষে যশোরে মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। ফ্রাইডেস ফর ফিউচার বাংলাদেশ যশোর শাখার উদ্যোগে আজ সকাল ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন হয়।

ফ্রাইডেস ফর র্ফিউচার বাংলাদেশ যশোর শাখার সমন্বয়ক আবু তালহার নেতৃত্বে ফ্রইডেস ফর ফিউচার বাংলাদেশসহ ৫টি সামাজিক সংগঠনের শতাধিক নেতাকর্মী অংগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন এই পৃথিবী ও মানব সভ্যতার অস্তিত্বের সংকট হিসেবে দেখা দিলেও তা মোকাবেলায় পর্যাপ্ত ও কার্যকর ব্যবস্থা গ্রহন করতে বিশ্ব নেতৃত্ব ব্যর্থ হয়েছে। তৃতীয় বিশে^র সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম একটি দেশ। এই মারাত্মক জলবায়ু ঝুঁকির সমাধানের বিষয়টি মাথায় রেখে ১৭০ দেশের সাথে তালমিলিয়ে জলবায়ু ধর্মঘট ও বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে।

মানববন্ধন শেষে সাধারণ মানুষকে সচেতন করতে প্রেসক্লাব যশোরের সামনে থেকে একটি র‌্যালি শুরু করে। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে যশোরের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

http://www.anandalokfoundation.com/