13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে নিয়মিত বাজার মনিটরিং ও ভ্রাম্যমান আদালতে জরিমানা

Rai Kishori
September 21, 2020 8:27 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সূবর্ণা রানী সাহা নিয়মিত বাজার মনিটরিং ও ভ্রাম্যমান আদালতে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ব কমাতে জরিমানা অব্যাহত রেখেছেন । তারই ধারা বাহিকতায় গত রবিবার বিকালে কালীগঞ্জ পুলিশের সহযোগিতায় রাখালগাছি ইউনিয়নের বগেরগাছি বাজার মনিটরিং করেন। সে সময় বিভিন্ন অপরাধের কারনে ৫জনকে ২হাজার ১শ টাকা জরিমানা আদায় করেন ও সতর্ক করেদেন।

আজ সোমবার বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট সূবর্ণা রানী সাহা কালীগঞ্জ উপজেলার কাষ্টভাঙ্গা ইউনিয়নের সাঁকো বাজারে স্বাস্থ্য বিধি না মানা, দোকানের ট্রেড লাইসেন্স না থাকা, দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় ও অধিক মূল্যে পেঁয়াজ বিক্রির অপরাধে ৪জন ব্যবসায়ীকে সরকারি বিভিন্ন আইন না মানার কারনে ১হাজার ৭শ টাকা জরিমানা করেন। এসময় সেনাবাহীনির একটি টিম তাকে সহযেগিতা করেন।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সূবর্ণা রানী সাহা জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

http://www.anandalokfoundation.com/