13yercelebration
ঢাকা

সুদের বেড়াজালে দিশেহারা সাধারণ মানুষ

Rai Kishori
September 1, 2020 10:16 pm
Link Copied!

সৈয়দ রাকিবুল ইসলাম, ডাসার প্রতিনিধি: সুদ ব্যাবসা একটি সামাজিক  নীপিড়ন মূলক অনৈতিক পন্থা । সুদ সামাজিক শোষনের একটি অন্যতম হাতিয়ার। আইনের যথাযথ প্রয়োগের অভাবে বর্তমান সমাজে সুদের শিকড় প্রকট আকার ধারন করছে ।
সুদ কারবারিদের  সাথে  জড়িয়ে প্রতিনিয়তই  সর্বশান্ত হচ্ছে অসংখ্য সাধারণ মানুষ । মহাজনের কঠিন শর্তের বেড়াজালে আটকে পড়ছে  মাদারীপুর  নবগ্রামের কিছু সাধারন মানুষ ।
সুদের প্রকট এখানে এতটাই বেশী, যে স্কুল কলেজ পড়ুয়া ছাত্ররাও মোটা অংকের সুদের বিনিময়ে মহাজনদের কাছ থেকে টাকা ধার নিচ্ছে ।  সময় মত সুদের টাকা পরিশোধ না করতে পারলে অপদস্ত হতে হচ্ছে সুদ ব্যাবসায়ীদের  হাতে ।
তাছাড়া অনেকে চড়া সুদে টাকা ধার নিয়ে  সর্বশান্ত হয়ে মাতৃভূমি ছেড়ে ভারত পারি দিয়েছে ।তাদের শোষনের বেড়াজালে দিশেহারা  সাধারন মানুষ।
অপরদিকে কিছু কতিপয় সুদ ব্যাবসায়ী হয়ে উঠছে অাঙ্গুল ফুলে কলাগাছ ।তাদের কাছে সাধারন মানুষ জিম্মি । অতিত  ইতিহাস পর্যালোচনা করে দেখা যায় ইংরেজরা উপমহাদেশে জমিদারী প্রথার প্রচলনের পর মহাজনী ব্যাবসা মাথাচারা দিয়ে ওঠে ।
আদিম বর্বরযুগের তুলনায় আধুনিক সভ্যযুগে এসে ও শোষনধর্মী নীপিড়নমূলক এই ব্যাবসার প্রচলন সভ্যতাকে প্রশ্নবিদ্ধ করে তুলছে ।
http://www.anandalokfoundation.com/