13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সরকারি কর্মচারী হাসপাতালে ক্যানোলা ও মাস্ক দিলো বিদ্যুৎ বিভাগ

Rai Kishori
September 1, 2020 4:37 pm
Link Copied!

ঢাকা: সরকারি কর্মচারী হাসপাতালে ৬০০ এন-৯৫ মাস্ক ও এক সেট এইচএফএনসি – নাসাল ক্যানোলা দিয়েছে বিদ্যুৎ বিভাগ।

বিদ্যুৎ বিভাগের সচিব ড. সুলতান আহমেদ আজ জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন এর কাছে এই সামগ্রী হস্তান্তর করেন।

হস্তান্তর অনুষ্ঠানে বিদ্যুৎ সচিব বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ-এর নেতৃত্বে ইতোপূর্বে আইইডিসিআর-এর কাছে ২৫ হাজার কিট এবং ৫০ হাজার পিপিই হস্তান্তর করা হয়েছে। আজ সরকারি কর্মচারী হাসপাতালের জন্য ৬০০ এন-৯৫ মাস্ক ও ক্যানোলা সেট হস্তান্তর করা হলো। বরিশাল বিভাগে ইতোপূর্বে ১৪ সেট এইচএফএনসি হস্তান্তর করা হয়েছে। কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারী হাসপাতালের জন্যেও ৫০০ করে এন-৯৫ মাস্ক রাখা আছে।

জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন বলেন, ৭২ শয্যাবিশিষ্ট সরকারি কর্মচারী হাসপাতালকে ৫০০ বেডে উন্নীত করার প্রক্রিয়া চলমান। এটি শুধু সরকারি কর্মচারীদের জন্যই নয়; সকলের জন্য উন্মুক্ত।

হস্তান্তরকালে বিদ্যুৎ বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

http://www.anandalokfoundation.com/