13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

হিংসা বিদ্বেষের পথ থেকে সরিয়ে আলোকিত করার ইচ্ছেই হোক জন্মাষ্টমীর কামনা

Rai Kishori
August 11, 2020 9:25 am
Link Copied!

সনাতন ধর্মের ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মদিন আজ। সনাতন ধর্মাবলম্বীদের কাছে আনন্দঘন এ দিনটি উদযাপিত হয় নানা আয়োজনের মধ্য দিয়ে; কিন্তু এবার মহামারি করোনার ভয়াবহ সংক্রমণের কারণে বন্ধ করা হয়েছে জন্মাষ্টমীর প্রধান আকর্ষণ। তাই এবার হচ্ছে না উৎসবমুখর বর্ণাঢ্যর্ যালি। ইতোমধ্যেই বাংলাদেশ পূজা উদযাপন সারাদেশে এ সিদ্ধান্ত পৌঁছে দিয়েছেন। এ উপলক্ষে সব ধরনের সমাবেশ, শোভাযাত্রা বা মিছিল করা থেকে বিরত থাকারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জন্মাষ্টমী সংশ্লিষ্ট সব অনুষ্ঠান মন্দিরাঙ্গনে সীমাবদ্ধ থাকবে। এবার শুধু পূজা আর কল্যাণ কামনায় ধর্মীয় নানা আয়োজনেই সীমাবদ্ধ থাকবে শুভ জন্মাষ্টমী।
জানাযায় আজ থেকে ৫,২৪৬ বছর পূর্বে অশুভ শক্তিকে দমন করে সত্য ও সুন্দরের প্রতিষ্ঠায় ধরাধামে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। তার আবির্ভাব বিশ্বের ইতিহাসে এক নতুন যুগের সূচনা করে। নির্যাতিত-নিপীড়িত মানুষকে রক্ষায় তিনি পরিত্রাতার ভূমিকা পালন করেন, অন্ধকার সরিয়ে পৃথিবীকে আলোয় উদ্ভাসিত করেন। পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। তাদের আরও বিশ্বাস, দুষ্টের দমন করতে এভাবেই যুগে যুগে ভগবান মানুষের মধ্যে নেমে আসেন এবং সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করেন।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী জানান, জন্মাষ্টমী উৎসব উদযাপনে কেন্দ্রীয়ভাবে ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে একদিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
আজ সকাল ৮টায় দেশ, জাতি ও বিশ্ব মঙ্গল কামনায় শংকর মঠ ও মিশন, সীতাকুন্ডের সন্ন্যাসীদের পরিচালনায় শ্রীশ্রী গীতাযজ্ঞ অনুষ্ঠিত হবে ও রাতে শ্রীশ্রী কৃষ্ণ পূজা অনুষ্ঠিত হবে। পুরো অনুষ্ঠান সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে। ঢাকা রামকৃষ্ণ মঠে এ উপলক্ষে সকাল ৯টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত গীতা পাঠের আয়োজন করা হয়েছে। গীতা পাঠ করবেন স্বামী দেবধ্যানানন্দ ও ব্রহ্মচারী ভাস্কর। অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে- ভজন, মধ্যাহ্ন প্রসাদ বিতরণ, রাত ৭টা ৪০ মিনিটে গুরু মহারাজের বাণীবর্চন ও রাত ৮টায় শ্রীকৃষ্ণ পূজা। মন্দিরে আসন গ্রহণ ও প্রসাদ গ্রহণের সময় ভক্তদের স্বাস্থ্যগত ও সামাজিক দূরত্ব বজায় রাখা ও মাস্ক পরিধান আবশ্যক বলে মঠের পক্ষ থেকে জানানো হয়েছে।

জন্মাষ্টমী উপলক্ষে আজ সরকারি ছুটি। বাংলাদেশ বেতার ও টেলিভিশনসহ বেসরকারি স্যাটেলাইট চ্যানেলে সম্প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান।

রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ এক বাণীতে সমাজে বিদ্যমান সম্প্রীতি ও মৈত্রীর বন্ধনকে আরো দৃঢ় করে তা জাতীয় অগ্রগতি ও সমৃদ্ধি অর্জনে কাজে লাগানোর জন্য দেশের সব ধর্মাবলম্বীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের মহান ঐতিহ্য। সম্মিলিত প্রচেষ্টায় এই ঐতিহ্য অব্যাহত রেখে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি অটুট রাখতে হবে। মানব কল্যাণ সব ধর্মের মূল বাণী। ’ শুভ জন্মাষ্টমী উপলক্ষে গতকাল সোমবার দেয়া এক বাণীতে রাষ্ট্রপতি এ কথা বলেন।

অপর এক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জন্মাষ্টমী উৎসব শ্রীকৃষ্ণের ভক্তদেরকে তার জীবনাদর্শ অনুসরণ করতে অনুপ্রাণিত করবে। তিনি বলেন, ‘আমি আশা করি, এই জন্মাষ্টমী উৎসব শ্রীকৃষ্ণের ভক্তগণকে তার জীবনাদর্শ অনুসরণ করতে আরো অনুপ্রাণিত করবে।’
শ্রীকৃষ্ণের শুভ জন্মদিবস জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শেখ হাসিনা বলেন, শ্রীকৃষ্ণের জীবনের উদ্দেশ্য ছিল মানুষে মানুষে ভ্রাতৃত্ব স্থাপন এবং সমাজে সাম্য প্রতিষ্ঠা। তিনি আজীবন শান্তি, মানবপ্রেম ও ন্যায়ের জন্য কাজ করে গেছেন। শ্রীকৃষ্ণ তার জীবনাচরণ এবং কর্মের মধ্য দিয়ে মানুষের আরাধনা করেছেন।
শ্রীকৃষ্ণের জন্মের সময়ও পৃথিবী ছিল অশান্ত, পৃথিবী ডুবেছিল ভয়াবহ পাপীর শত-সহস্র পঙ্কিলতায়। অন্ধকারময় ঘনকালো এক রাতের আঁধারে, ভীষণ দুর্যোগময় সময়ে ভগবান শ্রীকৃষ্ণ এই মর্ত্যধামে এসেছিলেন। তখন মানুষের জীবন হিংসা, বিদ্বেষ, হানাহানি আর কুটিলতায় ও পঙ্কিলতায় পরিপূর্ণ ছিল। বিবেকের কণ্ঠস্বর ছিল রুদ্ধ। মানুষ ন্যায় ও ধর্মের পথে পথ চলতে পারত না, ওই সব পাপী আর অসুরের অত্যাচারে মানুষের জীবন বিপন্ন হয়ে পড়েছিল। বিবেকবান মানুষ ছিলেন এই পাপময় অন্ধকারের প্রকোষ্ঠে আবদ্ধ।
আমাদের বিবেককে হিংসা, বিদ্বেষ ও অপকর্মের পথ থেকে সরিয়ে কৃষ্ণের আলোয় আলোকিত করার ইচ্ছেই হোক এবারের কামনা।
http://www.anandalokfoundation.com/