13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নাটোরে করোনায় আক্রান্ত ১৯ পুলিশ সদস্যসহ ৪৩ জন

Rai Kishori
May 19, 2020 9:03 am
Link Copied!

নাটোর প্রতিনিধিঃ নাটোরে নতুন করে ১৯ পুলিশ সদস্যসহ ৩০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এনিয়ে নাটোর জেলায় মোট ৪৩ জন করোনা রোগী শনাক্ত হলো।

সোমবার (১৮ মে) দিনগত রাতে বিষয়টি জানায় নাটোরের সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান।

সিভিল সার্জন বলেন, গত ১১ মে যে ১৮৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। তাদের মধ্যে ৩০ জনের পজেটিভ এসেছে।  আরও আগের ৪০০ জনের নমুনার ফলাফল প্রক্রিয়াধীন রয়েছে।

জেলায় মোট ৪৩ জন করোনা রোগী শনাক্তর মধ্যে সদর উপজেলায় পাঁচজন, বড়াইগ্রাম উপজেলায় নয়জন, গুরুদাসপুরে একজন, বাগাতিপাড়ায় তিনজন ও সিংড়া উপজেলায় ১২ জন শনাক্ত হয়েছে। এরমধ্যে ১৯ জনই পুলিশ সদস্য। এদের মধ্যে সিংড়া থানায় ১১ জন, বড়াইগ্রাম থানায় ৭ জন এবং বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে একজন রয়েছে।  এছাড়া একজন ইউপি সদস্য রয়েছে।

নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, জেলায় আক্রান্ত ১৯ পুলিশের মধ্যে সিংড়া থানায় ১১ জন হওয়ার কারনে সেখানকার কার্যক্রম সীমিত করা হয়েছে।

তিনি আরও জানান, করোনায় আক্রান্ত পুলিশ সদস্য ১৯ জনের কারও মধ্যে কোন উপসর্গ নেই, সবাই সুস্থ রয়েছেন।

http://www.anandalokfoundation.com/