13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ঝুঁকি উপেক্ষা করে ঢাকামুখী মানুষের ঢল, ঠেকাতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

Rai Kishori
April 5, 2020 7:45 am
Link Copied!

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সরকারি-বেসরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ ছুটির মেয়াদ ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছিল সেটা বাড়িয়ে ১১ এপ্রিল পর্যন্ত করা হয়েছে।

এই মহামারী বিপর্যয়ের মধ্যে গত দুদিন ধরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ কর্মস্থল ঢাকার অভিমুখে ছুটতে শুরু করেছেন।

রাজধানীমুখী মানুষের ঢল থামাতে পুলিশকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার রাত ১০টার দিকে মন্ত্রী এ তথ্য জানান।

আসাদুজ্জামান খান বলেন, আর যেন কাউকে রাজধানীতে ঢুকতে না দেওয়া হয় সে জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে ব্যবস্থা নিতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারীকে বলা হয়েছে। এ ছাড়া পোশাক শ্রমিকদের বিষয়ে একটি সুস্পষ্ট বক্তব্য দিতে বিজিএমইএকে বলা হয়েছে।

শনিবার সকাল থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট ও মুন্সিগঞ্জের মাওয়া ঘাটে পোশাকশ্রমিকসহ মানুষের প্রচুর ভিড় পরিলক্ষিত হয়। এতে করোনাভাইরাস মোকাবিলায় যে সামাজিক দূরত্বের কথা বলা হচ্ছে, তা মানা সম্ভব হয়নি।

করোনাভাইরাসে ছড়িয়ে পড়া রোধে অন্তত দুই সপ্তাহ সবাইকে বাড়িতে রাখতে ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সরকারের এই পদক্ষেপ।

এ সময়কালে জনসমাগম তো দূরে কথা, বিনা প্রয়োজনে বাড়ির বাইরেও যাতে মানুষ বের না হয়, এ জন্য মাঠে নামানো হয়েছে সেনা। চলছে প্রশাসন ও পুলিশের সমন্বিত সচেতনতা কার্যক্রম ও অভিযান। কিন্তু ছুটি পেয়ে দলে দলে মানুষ গ্রামের অভিমুখে ছুটে যায়। এর মধ্যে অনেক পোশাক শ্রমিকও রয়েছেন। এখন যারা রাজধানীতে ফিরছেন তার বড় একটা অংশ এই শ্রমিকেরা।

দূরপাল্লার পরিবহনসহ অন্যান্য যানবাহন বন্ধ থাকায় এসব মানুষকে দীর্ঘ পথ হেঁটে বা হালকা যানে চড়ে পাড়ি দিতে দেখা গেছে। কারখানা খোলার সিদ্ধান্তের কথা শুনে পোশাক শ্রমিকেরা ক্ষোভও জানাচ্ছেন। তারা বলছেন সরকার এত বড় আর্থিক ক্ষতি মেনে নিয়ে সব কিছু বন্ধ করেছে অথচ বেসরকারি কারখানা নিজেদের লাভের জন্য শ্রমিকদের ঝুঁকির কথা ভাবে না। শ্রমিকদের প্রানের কোন দাম নেই তারদের কাছে।

http://www.anandalokfoundation.com/