13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আসছে কালবৈশাখী, পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের

Brinda Chowdhury
February 28, 2020 2:14 pm
Link Copied!

আসছে কালবৈশাখী।  মার্চেই কালবৈশাখী ধেয়ে আসছে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া বৃষ্টিপাতও হতে পারে বলে জানা গেছে আবহাওয়া অফিস সূত্রে।

এতে বলা হয়, এবার মার্চেই প্রচুর গরম পড়বে। এ মাসের স্বাভাবিক তাপমাত্রা ৩৪ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। তবে উত্তর পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ৩৭ থেকে ৩৮ ডিগ্রিতে পৌঁছাতে পারে। তবে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দেশের উত্তর ও মধ্যাঞ্চলে এক থেকে দুই দিন মাঝারী থেকে তীব্র কাল বৈশাখী ঝড়সহ বজ্র ঝড়ের সম্ভবনা আছে।

প্রচণ্ড ঝড়ে তছনছ হয়ে যেতে পারে জনজীবন। কালবৈশাখী আসলেই নানা জায়গা থেকে খবর পাওয়া যায় নানা দুর্ঘটনার। আপনিও যাতে ঝড়ের প্রভাবে দুর্ঘটনায় না পড়েন, তাই জেনে নিন প্রচণ্ড ঝড়ে কীভাবে বাঁচবেন।

১) ড্যাম্প বা অন্য কোনও কারণে যদি বাড়িতে কোথাও কোনও ফাটল ধরে থাকে, তাহলে অবশ্যই এখনই সারিয়ে ফেলুন।

২) জানালা-দরজার লক ঠিক আছে কিনা দেখে নিন।

৩) মোমবাতি কিংবা ব্যাটারি চালিত কোনও আলো সবসময় হাতের কাছে রাখুন। যাতে লোডশেডিং হলে অন্ধকারে অসুবিধা না হয়।

৪) ঘরে পর্যাপ্ত পরিমানে শুকনো খাবার, জল, ওষুধ হাতের কাছে রাখবেন।

৫) অত্যন্ত প্রয়োজনীয় কাগজপত্র ওয়াটারপ্রুফ ফাইলে ভরে রাখুন।

৬) মোবাইলে সবসময় পুরো চার্জ দিয়ে রাখুন।

৭) ঝড়-বৃষ্টির সময়ে ঘরের বাইরে বেরোবেন না। বাচ্চাদের সবসময় নজরে রাখুন। যাতে তারা কোনওভাবেই ঘরের বাইরে যেতে না পারে।

৮) ঝড়ের সময়ে বাড়ির ইলেক্ট্রিক কানেকশন বন্ধ করে দিন। মেইন সুইচ বন্ধ রাখুন।

http://www.anandalokfoundation.com/