14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

পৃথিবীর মানচিত্রে নতুন ইতিহাসের সূচনা করলো জিলান্ডিয়া

admin
December 11, 2019 11:25 am
Link Copied!

আমরা এতোদিন ধরে জেনে এসেছি এই বিশ্বে মোট সাতটি মহাদেশ আছে। পৃথিবীর বুকে অষ্টম মহাদেশের হদিশ পাওয়া নিয়ে আলোড়ন ফেলে দিয়েছে বিশ্বে। এবার কি তবে পৃথিবিতে নতুন ইতিহাস আসতে চলেছে? এমনই এক আশ্চর্য তথ্য দিল বিজ্ঞানীরা । একদল মার্কিন বিজ্ঞানী দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরে জলের তলায় আরও একটি মহাদেশ লুকিয়ে আছে তার হদিশ পেল। ভৌগোলিকের দিক থেকে এই মহাদেশ নিউজিল্যান্ডের ঠিক নিচে। হদিশ পাওয়া এই মহাদেশটির বেশির ভাগই দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত। এর অধিকাংশ বর্তমানে মহাসাগরের জলের তলায়। নিউজিল্যান্ড খুব কাছে অবস্থিত হওয়ায় নতুন মহাদেশের নাম ‘‌জিলান্ডিয়া’‌ রেখেছে বিজ্ঞানীরা।

সম্প্রতি আমেরিকার ন্যাশনাল সাইন্স ফাউন্ডেশন (এনএসএফ)-এর ৩২ সদস্যের একটি বিজ্ঞানীদের দল গবেষণামূলক জাহাজে করে প্রায় দুই মাস ধরে ওই অঞ্চল গবেষণা চালায়। গবেষণার শেষে তাঁরা এই তথ্য প্রকাশ করে। বিজ্ঞানীদের জানান, আনুমানিক ৮ কোটি বছর আগে এই মহাদেশটি জলের উপরে ছিল। সেখানে মানুষসহ নানা প্রজাতির প্রাণীদেরও বাস ছিল। জিলান্ডিয়ার বেশিরভাগ এলাকা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১ কিলোমিটার জলের নিচে। এর আয়তন আনুমানিক ৪৯ লক্ষ ২০ হাজার স্কোয়ার কিলোমিটার বলে প্রাথমিকভাবে মনে করছেন বিজ্ঞানীরা।

গবেষকরা আরও জানান, গবেষণামূলক এই অভিযানের ফলে পৃথিবীর ইতিহাসে নতুন একটি অধ্যায়ের সন্ধান পাওয়া গেল। নিঃসন্দেহে এটি একটি যুগান্তকারী আবিষ্কার। এই গবেষনার মাধ্যমে পৃথিবীর ইতিহাস সহ ভূখণ্ডের অভ্যন্তরের প্লেটের গঠন পদ্ধতি সম্পর্কে অনেক নতুন তথ্য পাওয়া যাবে বলে দাবি এনএসএফ বিজ্ঞানীদের।

প্রকাশিত গবেষণা নিবন্ধের প্রধান লেখক নিউজিল্যান্ডের ভূতত্ত্ববিদ নিক মর্টিমার বলেন, জিলান্ডিয়াকে কেন মহাদেশ বলা যাবে না, প্রশ্নের উত্তর খুঁজছিলেন বিজ্ঞানীরা প্রায় গত দু্ই দশক ধরে চালানো গবেষণায়।

তিনি আরও বলেন, পৃথিবীর মহাদেশের তালিকায় আরেকটি নাম যুক্ত করাটাই কেবল তাদের লক্ষ্য নয়, এর একটা বিরাট বৈজ্ঞানিক তাৎপর্য রয়েছে। “একটি মহাদেশ যে সাগরে তলিয়ে যাওয়ার পরও তা অখন্ড থাকতে পারে, তা সাহায্য করবে এটা বুঝতে কিভাবে পৃথিবীর উপরিভাগের স্তর ভেঙ্গে মহাদেশগুলো তৈরি হয়েছিল তা বুঝতে।” তাহলে জিলান্ডিয়ার নাম আরেকটি মহাদেশ হিসেবে কি যুক্ত হবে ভুগোলের পাঠ্য বইতে? সেটা দেখার জন্য অপেক্ষায় থাকতে হবে আরও অনেকদিন। কারণ মহাদেশের স্বীকৃতি দেয়ার জন্য কোন আন্তর্জাতিক ফোরাম নেই। বেশিরভাগ বিজ্ঞানী যদি মেনে নেন যে জিলান্ডিয়া আরেকটি মহাদেশ, তাহলে হয়তো কোন একদিন আমরা শিখবো, পৃথিবীতে সাতটি নয়, আটটি মহাদেশ আছে।

http://www.anandalokfoundation.com/