13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বিএসসি’র নতুন পাঁচটি জাহাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Biswajit Shil
November 27, 2019 11:21 pm
Link Copied!

          প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) এর নতুন পাঁচটি সমুদ্রগামী জাহাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে জাহাজগুলোর উদ্বোধন করবেন।

          জাহাজগুলোর মধ্যে তিনটি প্রোডাক্ট অয়েল ট্যাংকার (তেলবাহী) এবং তিনটি বাল্ক ক্যারিয়ার (পণ্যবাহী)। ছয়টি জাহাজের মধ্যে প্রথমটি ‘এমভি বাংলার জয়যাত্রা’ ২০১৮ সালের পহেলা নভেম্বর প্রধানমন্ত্রী উদ্বোধন করেন। আগামীকাল দু’টি বাল্ক ক্যারিয়ার ও তিনটি প্রোডাক্ট অয়েল ট্যাংকার উদ্বোধন করা হবে। জাহাজগুলো হলো-‘এমভি বাংলার সমৃদ্ধি;  ‘এমভি বাংলার অর্জন; ‘এমটি বাংলার অগ্রযাত্রা; ‘এমটি বাংলার অগ্রদূত’  এবং ‘এমটি বাংলার অগ্রগতি’।

          বাংলাদেশ ও চীন সরকারের মধ্যে চুক্তি অনুযায়ী ছয়টি জাহাজ  সংগ্রহে ব্যয় ধরা হয় ১ হাজার ৬৩৭ কোটি ১৫ লাখ টাকা। এর মধ্যে চীন সরকারে সহায়তা ১ হাজার ৫২৭ কোটি ৬৬ লাখ টাকা  এবং  বিএসসি’র নিজস্ব অর্থ ১০৯ কোটি ৪৯ লাখ টাকা। প্রতিটি জাহাজের ধারণক্ষমতা ৩৯ হাজার ডিডব্লিউটি (ডেড ওয়েট টন)।

http://www.anandalokfoundation.com/