13yercelebration
ঢাকা
শিরোনাম

শান্তিচুক্তির পর থেকে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সার্বিক উন্নয়নে অসামান্য পরিবর্তন ঘটেছে -জাতিসংঘে পার্বত্য সচিব

সাংবাদিকতার জন্য চমৎকার পরিবেশ তৈরি এবং তথ্য প্রবাহ অবারিত করতে চাই -তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে -মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িং এর সাথে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ

নারীদের জীবনমান উন্নয়নে রংপুর বিভাগের জেলা তথ্য অফিসসমূহ কর্তৃক শতাধিক নারী সমাবেশের আয়োজন

সার্ক ও বিমসটেক প্রক্রিয়াকে পুনরুজ্জীবিত করতে কাজ করে যাবে ভুটান ও বাংলাদেশ

সরকার হজযাত্রীদের সর্বোত্তম সেবা দিতে বদ্ধপরিকর -ধর্মমন্ত্রী

আজকের সর্বশেষ সবখবর

শিশু ভুবণ সংগঠনের পি.এস.সি ক্রিকেট টুর্নামেন্টে জয়ী তালশারী মডেল স্কুল

Biswajit Shil
November 27, 2019 8:47 pm
Link Copied!

মোঃ মাসুদুর রহমান শেখ,বেনাপোলঃ যশোরের বেনাপোলে পি.এস.সি ফল প্রার্থীদের নিয়ে শিশু ভুবণ (শিশু-কিশোর সংগঠন) এর আয়োজনে পি.এস.সি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে নবদিগন্ত প্রি ক্যাডেটকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন তালশারী মডেল স্কুল।
বুধবার (২৭ নভেম্বর) বিকেলে বেনাপোল প্রাইমারী স্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনালে তালশারী মডেল স্কুল জয় লাভ করে।
এদিকে,মঙ্গলবার (২৬ নভেম্বর) বেনাপোল প্রাইমারী স্কুল মাঠে ফাইনালে ওঠার পথে প্রথম পর্বে নব-দিগন্ত প্রি-ক্যাডেট বেনাপোল প্রাইমারী স্কুলকে হারিয়ে ফাইনাল পর্বে উঠার গৌরব অর্জন করে।
ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে ট্রফি তুলে দেন নব-দিগন্ত প্রি- ক্যাডেট এন্ড হাইস্কুলের প্রধান শিক্ষক আবু তালহা।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের সহ-শিক্ষক রফিকুল ইসলাম, তালশারী মডেল স্কুলের শিক্ষক আয়ুব নবী, বিশিষ্ট ব্যবসায়ী শরিফুল ইসলাম, শিশু সংগঠক মাহবুব হাসান অসিম, মহাসিন হোসেন হৃদয়, আব্দুল আহাদ, রুহুল আমিন, অমিত রহমান অভি, ওবাইদুর রহমান, জাকির হোসেন, মেহেরাব হোসেন, মুদাচ্ছির রহমান নোবেল, রাকিব হোসেন, ইয়াসিব বিন প্রমুখ উপস্থিত ছিলেন।
http://www.anandalokfoundation.com/