13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ধামরাই বি.এন.পি ক্যাডারদের হাত থেকে ২০ কোটি টাকার দেবোত্তর সম্পত্তি নিয়ে উদ্ধারের জন্য সরকারের প্রস্তুতি চলছে

Rai Kishori
October 5, 2019 5:21 pm
Link Copied!

দুলাল পাল। স্টাফ রিপোর্টারঃ  ঢাকার ধামরাইয়ে ১৬ নং নান্নার ইউনিয়নের নান্নার বাজারে শশ্মান কালী মন্দিরের নামে ২৮০ শতাংশ জমি আছে, যার ১৪০ শতাংশ মন্দিরের দখলে এবং বাকি জায়গা ভূমি দস্যুদের দখলে। ভূমিদস্যুরা আস্তে আস্তে দেবত্ত সম্পত্তি বেদখল হয়ে পড়েছে এবং বিএনপি ক্যাডারগণেরা আওয়ামীলীগ সরকারের নাম ভাঙ্গিয়ে এসব কাজ করেছে। এ ব্যাপারে মন্দির কমিটি বাধা দিলে তাদের হত্যার হুমকী দিচ্ছে ভূমিদস্যুরা।

আরো সূত্রে জানা যায়, ধামরাই থানার সংখ্যালঘুরা ভূমি দস্যুদের ভয়ে মুখ খুলতে পারছে না। দেবোত্তর জমি উদ্ধাদের জন্য নান্নার গ্রামের সংখ্যালঘুরা প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সহযোগীতা চাচ্ছে। এই সম্পত্তি উদ্ধার না হলে নান্নারের হিন্দুরা ধর্মহীন হয়ে পড়বে। এই জায়গায় প্রতি বছর বাৎসরিক উৎসব হয়। এই জায়গায় ব্যাপারে বিভিন্ন পত্রিকায় অনেক সংবাদ প্রকাশ হয়েছে।

মন্দিরের জায়গা উদ্ধারের জন্য বিশ্বজিৎ ঘোষ (বিশ্ব), পিতা- বীর মুক্তিযোদ্ধা হরিপদ ঘোষ থানায় লিখিত অভিযোগ করেন। গোপালগঞ্জের আওয়ামীলীগ নেত্রী শেখ মিলি সাংবাদিকদের জানান দেবোত্তর সম্পত্তি কারো দখল করার ক্ষমতা নাই।

http://www.anandalokfoundation.com/