13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বিল গেটস এর সাক্ষাৎ

admin
September 27, 2019 12:26 am
Link Copied!

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করলেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা ও বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কো-চেয়ার বিল গেটস।

আজ ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর নিউ ইয়র্কস্থ আবাসস্থলে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বিল গেটস।

বিল গেটস জানান, বাংলাদেশে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন কাজ করছে। এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে এসেছেন। তিনি আরও জানান, ফাউন্ডেশনের বেশিরভাগ অর্থ সরাসরি বাংলাদেশকে দেওয়া হয়না। গ্লোবাল ফান্ডসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানকে অর্থ দেয় এবং সেখান থেকে এনজিওগুলো তহবিল পেয়ে থাকে। মূলত স্বাস্থ্য খাতে অর্থ দিয়ে থাকে বলে তিনি জানান।

এসময় উপস্থিত ছিলেন, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় ও কন্যা সায়মা ওয়াজেদ পুতুল।

উল্লেখ্য, বিল গেটস একাধারে ১৩ বছর যাবৎ তিনি পৃথিবীর সর্বোচ্চ ধনী ব্যক্তি ছিলেন, গেটস পরিবার গত কয়েক বছরে প্রায় ২ হাজার ৮০০ কোটি ডলার দাতব্য কাজে ব্যয় করেছেন। গেটস দম্পতির মতে, সন্তানদের ভবিষ্যতের কথা বিবেচনা করে বিপুল ধন-সম্পদ রেখে যাওয়ার কোনো অর্থ হয় না। এটি তাদের জন্য উপকারী নাও হতে পারে। ধনসম্পদ নিজের মতো করে পথ চলতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

http://www.anandalokfoundation.com/