13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

শার্শায় পুষ্টি কার্যক্রম বাস্তবায়নে সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা

admin
September 26, 2019 11:55 pm
Link Copied!

মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোলঃ শার্শায় বহুখাত ভিত্তিক অংশগ্রহণ ও পুষ্টি কার্যক্রম বাস্তবায়নে পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে শার্শা উপজেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির এ সভাটি অনুষ্ঠিত হয়।
শার্শা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি পূলক কুমার মন্ডল এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত পুষ্টি সমন্বয় কমিটির সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন  উপজেলা চেয়ারম্যান ও পুষ্টি সমন্বয় কমিটির উপদেষ্টা মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।
এসময় উপজেলা চেয়ারম্যান মঞ্জু বলেন, বিগত সরকারের সময়ে আমাদের দেশের জনগণ ভেজাল খাদ্য খেয়ে পুষ্টিহীনতায় ভুগছিল। সেখানে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এসে প্রথমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনসহ পুষ্টিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে ভেজাল বিরোধী অভিযান অব্যাহত রেখেছেন। প্রশাসনের দক্ষ কর্মকর্তারা প্রতিনিয়িত অনেক বড় বড় কোম্পানীতে অভিযান চালিয়ে ভেজাল খাদ্য আটকসহ জেল জরিমানা করছেন। কারণ, মেধা বিকাশে পুষ্টিকর খাদ্য গ্রহণের বিকল্প কিছু নেই। তাই, আমাদেরকে সর্ব্বদা পুষ্টিসমৃদ্ধ নিরাপদ খাদ্য উৎপাদন, বাজারজাত ও খাদ্যাভ্যাস করতে হবে। পুষ্টি সমৃদ্ধ খাবার কেবল মেধা বিকাশেই নয়, সুন্দর জীবন গঠনেও অগ্রণী ভূমিকা রাখে। আর এজন্য জন্য চাই জনসচেতনতা। জনসচেতনতা ছাড়া পুষ্টিসমৃদ্ধ ও নিরাপদ খাদ্য পাওয়া সম্ভব নয়। তাই, প্রশাসনসহ গণমাধ্যমকর্মীদের আরো অগ্রণী ভূমিকা পালন করতে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ আলম চৌধুরী, যশোর জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অশোক কুমার সাহা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হাসান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইদুর রহমান, তথ্য সেবা কর্মকর্তা সুমনা কবীর, বেনাপোল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান, বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, ব্র্যাক প্রতিনিধি অঞ্জনা কবীর, আদ-দ্বীন প্রতিনিধি তারিক আজিজ প্রমুখ।
অনুষ্ঠানটির তত্বাবধানে ছিলেন মাল্টি সেক্টোরাল নিউট্রিশিয়ান প্রজেক্ট কেয়ার বাংলাদেশের টেকনিক্যাল অফিসার আরিফুর রহমান বাপ্পী।
http://www.anandalokfoundation.com/