13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উদ্বোধন অনুষ্ঠান সোহরাওয়ার্দীতে

admin
September 26, 2019 8:24 pm
Link Copied!

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের স্থান সোহরাওয়ার্দী। ১৬ ডিসেম্বর এখানেই আত্মসমর্পন করেছিল পরাজিত পাকিস্তানী বাহিনী। সোহরাওয়ার্দী উদ্যানের সাথে মিশে আছে বাঙালির স্বাধীনতার আবেগমাখা মুহূর্ত। ২০২০ সালের ১৭ই মার্চ তারিখে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং মুজিব বর্ষের উদ্বোধন অনুষ্ঠানও আয়োজিত হবে এখানে।

আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উৎযাপন উপলক্ষে জাতীয় বাস্তবায়ন কমিটি’র কার্যালয় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং মুজিব বর্ষের উদ্বোধন অনুষ্ঠান আয়োজন সংক্রান্ত কার্যক্রম বাংলা একাডেমির সাথে সমন্বয়ের লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়। মহান একুশে বই মেলা চত্বরের পাশে স্বাধীনতা স্তম্ভের পাশে এই অনুষ্ঠান আয়োজিত হবে।

এই সভায় সভাপতিত্ব করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী  উৎযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি’র সভাপতি জাতীয় অধ্যাপক ড. ড. মো. রফিকুল ইসলাম। সভায় বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে. এম. খালিদ, এমপি।

জাতীয় বাস্তবায়ন কমিটি’র প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরীসহ সভায় আরও উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ্; সিরাজী, স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি আ. স. ম. আমিনুর রহমান, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. সাহাদাত হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ. কে. এম. সোহরাওয়ার্দী এবং স্থপতি কাজী গোলাম নাসির।

http://www.anandalokfoundation.com/