13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহ কালীগঞ্জে সাড়ে ৭’শ কৃষক পেলেন প্রনোদনা

admin
November 13, 2019 8:49 pm
Link Copied!

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ ॥  ঝিনাইদহ কালীগঞ্জের সাড়ে ৭’শ কৃষককে প্রণোদনা দেয়া হলো। বুধবার বিকালে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সামনে প্রত্যেক কৃষকের হাতে বারি ১৪ ও বারি ১৫ জাতের উফসি জাতের সরিষার বীজ, ৩০ কেজি করে সার তুলে দিয়ে এ কর্মসূচীর উদ্বোধন ঘোষনা করেন স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার।

এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্ণা রানী সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, কৃষি কর্মকর্তা জাহিদুল করিম, মৎস কর্মকর্তা সাইদুর রহমান রেজা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি জামির হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, কৃষক কমলেশ শর্মা প্রমূখ।

উপজেলা কৃষিকর্মকর্তা জাহিদুল করিম জানান, চলতি রবি মৌসুমের শুরুতে এ উপজেলার কৃষকদের প্রণোদনা হিসেবে যে বীজ ও সার দেয়া হলো এ জন্য সরকারের সর্বোচ্চ ৬ লাখ টাকা খরচ হয়েছে। কিন্ত প্রতিবিঘায় যদি ৫ মন করে সরিষা উৎপাদন হয় তাহলে কমপক্ষে ৭৫ লাখ টাকা কৃষকের ঘরে আসবে বলে মনে করা হচ্ছে।

http://www.anandalokfoundation.com/