13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোলে প্রায় ৬৮ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

Rai Kishori
July 1, 2019 3:44 pm
Link Copied!

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ     আমদানি পণ্য পরিবহনের নাম করে ভারতীয় আমদানিযোগ্য পণ্য পাচারের সময় ৬৭ লাখ ৫৩ হাজার ৯শ টাকা মূল্যের চোরাচালান পণ্যসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা। তবে এসময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।
রোববার (৩০ জুন) রাত ৯টায় চোরাচালান পণ্য আটকের বিষয়টি  নিশ্চিত করেন বিজিবি কর্তৃপক্ষ।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ ভারতীয় থান কাপড়, ওয়ান পিস, টু পিস, চাদর, ঘাসের বীজ, ছাতা ও একটি কাভার্ড ভ্যান।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মোঃ সেলিম রেজা, পিএসসি জানান, পূর্ব তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে বেনাপোল বন্দর এলাকা থেকে ঢাকাগামী অগ্রনী কুরিয়ার সার্ভিসের একটি ট্রাকে বিপুল পরিমাণে আমদানি যোগ্য পণ্য পাচার হচ্ছে। পরে বিজিবি সদস্যরা মড়াখালী চেকপোষ্টে ট্রাকটি ধাওয়া করে আটকায়।
এ সময় তল্লাশি অভিযান পরিচালনা করে অবৈধ পণ্য পাওয়া যায়। আটককৃত মালামালের মোট বাজার মুল্য ৬৭ লাখ ৫৩ হাজার ৯শ টাকা। আটককৃত মালামাল কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
http://www.anandalokfoundation.com/