14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনে যারা নৌকা পাবে তারাই পাস: খন্দকার মোশাররফ

Rai Kishori
February 19, 2019 11:14 pm
Link Copied!

সিটি করপোরেশন ও উপজেলা নির্বাচনে যারা নৌকা মার্কায় নমিনেশন পাবে তারাই পাস। নির্বাচনে কোনও প্রতিযোগিতার সুযোগ নেই, কোনও বিরোধী দল নেই। বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ৩০ ডিসেম্বর আমরা তথাকথিত নির্বাচন দেখেছি, এই নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে ব্যর্থ। তাই আমরা ইতিমধ্যে ঘোষণা করেছি আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করব না।

তিনি বলেন, এটা নির্বাচন হবে না। এ নির্বাচন আগের মতো প্রহসন হবে। আজকে আমাদের নেতাকর্মীরা হতাশ নয়, তারা হতভম্ব।  বিএনপির এ নেতা বলেন, দেশের গণতন্ত্র, মানুষের ভোটের অধিকার এবং খালেদা জিয়ার মুক্তি একেই সূত্রে গাঁথা। আজকে বেগম জিয়াকে কারাগারে নিঃশেষ করে দেয়ার ষড়যন্ত্র চলছে। এর থেকে মুক্তি পেতে হলে আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।

ড. খন্দকার মোশাররফ বলেন, ২৯ তারিখে প্রমাণ হয়েছে, যেখানে খালেদা জিয়া নেই, সেখানে গণতন্ত্র নেই। তাই আমাদের প্রথমে বেগম খালেদা জিয়ার মুক্তি প্রয়োজন। সভায় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তৈমূর আলম খন্দকার, বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল (অব.) জয়নাল আবেদীনসহ অনেকে।

http://www.anandalokfoundation.com/