13yercelebration
ঢাকা

বরফের নীচে রহস্যময় গর্তের হদিশ

Rai Kishori
February 17, 2019 11:38 pm
Link Copied!

গ্রিনল্যান্ডে অত্যন্ত পুরু বরফের চাদরের নীচে লুকিয়ে থাকা আরও একটি সুবিশাল গর্তের (ক্রেটার) হদিশ মিলল। এর আগে গত বছরের নভেম্বরে এমনই একটি বিশালাকার গর্তের হদিশ পেয়েছিলেন নাসার বিজ্ঞানীরা। সেই গর্তটা আকারে ছিল প্রায় প্যারিস শহরের সমান। হিয়াওয়াথা গ্লেসিয়ারের নীচে লুকিয়ে থাকা সেই গর্ত থেকে ১১৪ মাইল দূরে এ বার আরও একটি সুবিশাল গর্তের খোঁজ পাওয়া গেল। এই গর্তটির চেহারা আগের চেয়েও অনেক বড়। এই গর্তটি প্রায় ২২.৭ মাইল চওড়া। যেখানে আগের গর্তটি ছিল ১৯ মাইল চওড়া।

আবিষ্কারের খবরটি বেরিয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান-জার্নাল ‘জিওফিজিক্যাল রিসার্চ লেটার’-এর সাম্প্রতিক সংখ্যায়। পৃথিবীর বুকে আজ পর্যন্ত এই ধরনের যত গুলি গর্তের খোঁজ মিলেছে, তার মধ্যে চেহারার দিক দিয়ে এই গর্তটি রয়েছে তালিকার ২২ নম্বরে।

৮০ হাজার বছর আগেকার গর্ত!

বিজ্ঞানীরা মনে করছেন, পৃথিবীর বুকে আছড়ে পড়া দৈত্যাকার উল্কার জন্যই এই গর্তের সৃষ্টি হয়েছে। আজ থেকে প্রায় ৮০ হাজার বছর আগে এই গর্তের সৃষ্টি হয়েছিল বলে ধারণা বিজ্ঞানীদের।

পুরু বরফের তলাতেও অতীত ঘটনার ‘পদচিহ্ন’!

গত নভেম্বরে হিয়াওয়াথা গ্লেসিয়ারের নীচে বিশালাকার গর্তের আবিষ্কারের আগে বিজ্ঞানীরা মনে করতেন গ্রিনল্যান্ড ও আন্টার্কটিকা এলাকায় বহু দূর অতীতের ঘটনার তথ্যপ্রমাণ পাওয়া কার্যত অসম্ভবই। কারণ, সেগুলি অত্যন্ত পুরু বরফের চাদরের তলায় ঢাকা পড়ে গিয়েছে।

http://www.anandalokfoundation.com/