13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

গরুর সেবা করে ‘পদ্মশ্রী’ পেলেন জার্মান নারী

admin
January 28, 2019 3:17 pm
Link Copied!

গরুর সেবা করে ভারত সরকারের পদ্মশ্রী পুরস্কার পেলেন উত্তরপ্রদেশে বসবাসরত এক জার্মান নারী ফ্রেডেরিক ইরিনা ব্রুনিং। গত ২৫ বছর ধরে তিনি এক হাজার ৮০০-র বেশি গরুকে সেবা দেয়ার পুরস্কারস্বরূপ এই স্বীকৃতি পেলেন।

অনেকটা লোকচক্ষুর অন্তরালে গত ২৫ বছর ধরে গরুর সেবা করে যাচ্ছেন এই জার্মান নারী। তার গোশালায় আশ্রয় পাওয়া অধিকাংশ গরুই মালিকের কাছ থেকে পরিত্যক্ত হয়েছে।

স্থানীয়ভাবে সুদেবী মাতাজি নামে পরিচিত ব্রুনিং বলেন, আমার কাজকে স্বীকৃতি দেয়ায় আমি সরকারের প্রতি কৃতজ্ঞ। অন্যরা এর মাধ্যমে অনুপ্রাণিত ও প্রাণিদের প্রতি দয়াশীল হবে।

৬১ বছর বয়সী এই নারী বলেন, আমার গোশালায় প্রায় ৬০ জন কর্মী রয়েছে এবং তাদের বেতন, খাবার ও চিকিৎসা খরচ বাবদ মাসে প্রায় ৩৫ লাখ রুপি ব্যয় হয়। রাধাকুণ্ডে অল্প পরিসরে আমার কর্মকাণ্ড শুরু করি এবং পরে সুরভী গোশালা নিকেতন গড়ে তুলি।

ব্রুনিং দাবি করেন, পৈতৃক সম্পত্তি থেকে তিনি প্রতি মাসে ৬-৭ লাখ রুপি পান।

জার্মান এই পশুপ্রেমী আরও বলেন, তার গোশালায় অন্ধ বা আহত গরুদের আলাদা করে বিশেষ চিকিৎসা দেয়া হয়।

তবে পদ্মশ্রী পাওয়া ব্রুনিং সরকারের প্রতি একটি দাবি জানিয়েছেন। তিনি চান তাকে যেন দীর্ঘস্থায়ী ভিসা বা নাগরিকত্ব দেয়া হয়। যাতে করে প্রতিবছর তাকে ভিসা পুনর্নবায়ন করতে না হয়।

http://www.anandalokfoundation.com/