বিএনপি-জামায়াত জোট জাতীয় ঐক্য প্রক্রিয়ার নামে নির্বাচনের প্রাক্কালে হঠাৎ সরকারের পদত্যাগ চাচ্ছে। এরা সাংবিধানিক সংকট সৃষ্টির সুগভীর ষড়যন্ত্রে লিপ্ত। তারা ভূতের তথা অগণতান্ত্রিক সরকার গঠন করতে চায়। বললেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, এমপি।
আজ বিকেলে ঢাকা মহানগর উত্তর যুবলীগ কর্তৃক শ্যামলী মাঠে এক যুব মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন যুবলীগের নেতা কর্মীদের সতর্ক থেকে এসব ষড়যন্ত্র রূখে দিতে হবে। তাদেরকে দেশব্যাপী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে।
সংগঠনের উত্তরের সভাপাতি মাইনুল ইসলাম খানের সভাপতিতে এ সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক মো: হারুনুর রশীদ, যুবলীগ নেতা ইসমাইল হোসেন, আওয়ামীলীগ নেতা সাদেক খান ও শেখ বজলুর রহমান।
জনাব নানক বলেন খালেদা জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে চিকিৎসার নামে নাটক মঞ্চস্থ ও মিথ্যাচার করে জনানুভূতি নিজের অনুকূলে আনতে চায়। তিনি বলেন বিএনপি যত টালবাহানা করুক তারা নির্বাচনে আসবেই। তাদের দাবি দাওয়া অন্ত:সার শূন্য। আগামী নির্বাচনে যুবলীগের নেতা কর্মীদের ঢাকা-১৩ আসনের নৌকার প্রার্থীকে বিজয়ী করে শেখ হাসিনার নেতৃতে উন্নত বাংলাদেশ গড়তে হবে।