13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোল সীমান্তে পরিত্যাক্ত অবস্থায় ৬০০ বোতল ফেন্সিডিল উদ্ধার

admin
September 29, 2018 8:20 am
Link Copied!

বিশেষ প্রতিবেদক এম, এ, জলিল : যশোরের বেনাপোল সীমান্ত থেকে পরিত্যাক্ত অবস্থায় ৬০০বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি।

শুক্রবার রাত  ১টার সময় বেনাপোল সীমান্তের খড়িডাঙ্গা মাঠ থেকে দুই দিনে মোট ৬০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল আরিফুর হক জানান, গোপন সংবাদে জানা যায় ভারতীয় ফেন্সিডিলের একটি চালান ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করবে।

এ খবরের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে এবং শুক্রবার রাত ১টার সময় বেনাপোলে বিজিবি ক্যাম্পের সদস্যরা খড়িডাঙ্গা মাঠে অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা কয়েকটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তা তল্লাশী করে ৬০০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।

এ সময় কোন চোরাচালানীকে আটক করতে পারেনি বিজিবি। বিজিবির বেনাপোল ক্যাম্প কমান্ডার আমজাদ হোসেন জানান, ৬০০ বোতল ফেন্সডিল যশোর মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরে জমা দেওয়া হবে।

http://www.anandalokfoundation.com/