13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের সঙ্গে জড়িত পুলিশ হলেও ছাড় নয় -আইজিপি

admin
September 27, 2018 8:46 pm
Link Copied!

সাতক্ষীরা প্রতিনিধিঃ  সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের সঙ্গে জড়িতদের ছাড় দেয়া হবে না। পুলিশ তাদের কঠোর হাতে দমন করতে কাজ করে যাচ্ছে। বললেন পুলিশ প্রধান ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় সাতক্ষীরা স্টেডিয়ামে মাদক, জঙ্গি ও সন্ত্রাসবিরোধী এক সমাবেশে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, মাদকের সঙ্গে যদি কোনও পুলিশ সদস্য জড়িত থাকেন তাদেরও রক্ষা নেই। সমাবেশের পূর্বে বিভিন্ন অভিযানে জব্দ বিপুল পরিমাণ ফেনসিডিল, গাঁজা, ইয়াবা ধ্বংস কার্যক্রম তদারকি করেন তিনি। এসময় কয়েকজন আত্মসমর্পণকারী মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের হাতে ভ্যান গাড়ি তুলে দেন আইজিপি।

এদিকে সমাবেশ শেষে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী শোভাযাত্রায় নেতৃত্ব দেন তিনি।

সাতক্ষীরা পুলিশ সুপার সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন, সংসদ সদস্য এসএম জগলুল হায়দার, সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শেখ মুজিবুর রহমান, খুলনা রেঞ্জের ডিআইজি দিদার আহমেদ, নৌ-পুলিশের ডিআইজি শেখ মারুফ হাসান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিশ্চিন্ত কুমার পোদ্দার, জেলা প্রশাসক ইফতেখার হোসেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনছুর আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম।

http://www.anandalokfoundation.com/