13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বি.জে.এম.সি.“র” নিয়ন্ত্রিত কোম্পানীর নিকট পাট বিক্রি করে পাটের বিল না পেয়ে কৃষক ও পাট ব্যবসায়ীরা হতাশ

admin
June 27, 2018 9:15 pm
Link Copied!

মধুখালী প্রতিনিধিঃ   ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী মোকামে ৭টি এজেন্সীতে পাট বিক্রয় করে কৃষক ও পাট ব্যবসায়ীরা পাটের বিল না পেয়ে হতাশায় আছেন বলে অভিযোগ শোনা যায়। জানা যায় বি.জে.এম.সি.“র” নিয়ন্ত্রিত ৭ কোম্পানীর কামারখালী মোকামে কৃষক ও ব্যবসায়ীরা প্রায় ২০ কোটি টাকা পাবে।

আরো জানা যায় কৃষক ও ব্যবসায়ীরা ঈদের আগে পাটের টাকা পাবে বলে অনেক আশায় ছিল। ফলে টাকা না পেয়ে অনেকে ঈদ করতে পারেনাই। বর্তমান তারা অতি কষ্টের মধ্যে মানবতার সহিত জীবনযাপন করছে। তাছাড়া আবার পাটের মৌসুম এসে গেল। তাই গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিকট দাবি অতি দ্রুত বি.জে.এম.সি.“র” অধীনে ৭টি কোম্পানীর বিল কামারখালী মোকামে পরিশোধ করা হোক যাতে কৃষক ও ব্যবসায়ীরা সুন্দর ভাবে জীবনযাপন করে পূনরায় ব্যবসা বানিজ্য পরিচালনা করতে পারে এই আশা ব্যক্ত করেন।

http://www.anandalokfoundation.com/