13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

জনপ্রিয় নায়িকা কাজলের মোমের ভাস্কর্য

admin
May 26, 2018 11:32 am
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ সিঙ্গাপুরের মাদাম তুসোর মোমের জাদুঘরে ভারতের জনপ্রিয় নায়িকা কাজলের মোমের ভাস্কর্য জায়গা পেলো । ভাস্কর্যের উদ্বোধনী অনুষ্ঠানে মেয়ে নাইসাকে নিয়ে উপস্থিত ছিলেন কাজল। এই প্রথম লাল কার্পেটে দেখা গেলো তার কিশোরী মেয়েকে। দুজনে মোমের ভাস্কর্যের পাশে দাঁড়িয়ে ক্যামেরার জন্য পোজ দেন। এসময় কাজল তার নিজের ভাস্কর্যের সঙ্গে সেলফিও তুলে রাখেন।

১৯৯২ সালে ‘বেখুদি’ ছবির মাধ্যমে সিনেমায় অভিষেক কাজলের। এরপর ১৯৯৩ সালে বাজিগর ছবির মাধ্যমে তিনি তুমুল জনপ্রিয়তা অর্জন করেন।নব্বইয়ের দশকে ভারতের পাঁচটি সর্বোচ্চ ব্যবসা সফল চলচ্চিত্রে কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেন কাজল। ছবিগুলো হলো ইয়ে দিল্লাগি, ইশ্‌ক, প্যার কিয়া তো ডরনা ক্যায়া, প্যার তো হোনা হি থা, হাম আপকে দিল মে রেহতে হেঁ।

এরপর দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, কুচ কুচ হোতা হ্যায়, কাভি খুশি কাভি গম, মাই নেম ইজ খান, ইউ মি অউর হাম, উই আর ফ্যামিলি, দিলওয়ালেসহ অসংখ্য দর্শকনন্দিত ছবি উপহার দিয়েছেন।

http://www.anandalokfoundation.com/