14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

পাটকেলঘাটা ছেয়ে গেছে ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা আর মাদকের বিজ্ঞাপনে!

admin
December 6, 2016 7:54 pm
Link Copied!

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা প্রতিনিধি ॥

এবার পাটকেলঘাটা বাজারের সমস্থ অলিগলিতে প্রকাশ্যে পোষ্টার টাঙ্গিয়ে বিক্রি করছে ইয়াবা, ফেন্সিডিল, গাজা সহ সকল প্রকার মাদকদ্রব্য। নতুন করে এ ধরনের ঘটনার জন্ম হওয়ায় বিষয়টি টক অফ দ্যা পাটকেলঘাটায় পরিণত হয়েছে। বিষয়টি যেন জোর যার মুল্লুক তার কথায় রুপ নিয়েছে।

সরেজমিনে গতকাল সোমবার পাটকেলঘাটার সমস্থ অলিগলিতে এমন পোষ্টার বেশ দেখা মেলে। দেখা যায়, বাজারের প্রতিটি অলিগলির দেয়ালে, বিদ্যুতের খুটির গায়ে নেশা জাতীয় সমস্থ দ্রব্য বিক্রির বিজ্ঞাপন। অনুসন্ধানে জানা যায় বিক্রয় বাড়ানোর লক্ষ্যে বিকল্প পথ হিসেবে এমনটাই বেছে নিয়েছেন উৎপাদনকারীগণ। তবে কে বা কারা এ বিজ্ঞাপন করল তা অনুসন্ধানে জানা যায়নি। এমনই একটি পোষ্টার দেখা মেলে পাটকেলঘাটা ৫ রাস্তা মোড়ের গোলাম হোসেনের পুকুরের সম্মুখে বিদ্যুতের খুটির গায়ে। যাতে লেখা রয়েছে। সুলভ মুল্যে ইয়াবা, ফেন্সিডিল সহ সকল প্রকার মাদকদ্রব্য পাইকারী ও খুচরা বিক্রয় করা হয়। প্রোঃ মোঃ মমিনুল ইসলাম মনা সহ সহযোগিতায় স্ত্রী শাহানারা ও তার কর্মচারীগণের নাম। স্থান হিসেবে আদর্শ বাইগুনির নাম উল্লেখ রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় ব্যক্তিগণ জানান, স্থানীয় নেশাজগতের দলীয় পোলাপানদের ফ্রি দিতে না পারায় কৌশল হিসেবে বিপদে ফেলানোর জন্য এমন পথ বেছে নিয়েছেন তারা।

উল্লেখ্য দীর্ঘদিন যাবত মনা তার নিজ বাড়ী পাটকেলঘাটার বাইগুনি গ্রামে নেশা জাতীয় সমস্থ মদ ফেন্সিডিল স্ত্রী ও তার সহযোগীদের দ্বারা বিক্রি করে আসছে। এতে একাধিকবার কারাবাসও তার কপালে জুটেছে।

 

http://www.anandalokfoundation.com/