13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

৫৫ বছর পর পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছে ভারতীয় টেনিস দল

Rai Kishori
July 29, 2019 8:18 am
Link Copied!

দীর্ঘ ৫৫ বছর পর পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছে ভারতীয় টেনিস দল৷ পাক ভূ-খণ্ডে শেষবার ১৯৬৪ সালে লাহোরে ডেভিস কাপের লড়াই হয়েছিল দু’দলের মধ্যে৷ ভারত টাই জিতেছিল ৪-০ ব্যবধানে৷ এবার টাই খেলা হবে ইসলামাবাদের পাকিস্তান স্পোর্টস কমপ্লেক্সের ঘাসের কোর্টে৷ বিজয়ী দল ২০২০ সালের কোয়ালিফায়ার খেলবে৷

আগামী ৫ অগস্ট পাকিস্তান সফরের জন্য ভারতের দল বেছে নিতে বসবেন জাতীয় নির্বাচকরা৷ আগামী ১৪-১৫ সেপ্টেম্বর ইসলামাবাদে ডেভিস কাপের এশিয়া-ওশেনিয়া গ্রুপ-ওয়ানের গুরুত্বপূর্ণ টাইয়ে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান৷ ভিসা পেতে সময় লাগবে বলেই টাইয়ের এক মাসেরও বেশি সময় হাতে থাকতে দল গড়ে নিতে চায় অল ইন্ডিয়া টেনিস অ্যাসোশিয়েশন বা সংক্ষেপে এআইটিএ৷

ডেভিস কাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের রেকর্ড বরাবরই ভালো৷ মোট ৬ বার ডেভিস কাপে পাকিস্তানের মোকাবিলা করে ৬ বারই জয় তুলে নিয়েছে ভারত৷ শেষবার ভারত-পাকিস্তান পরস্পরের বিরুদ্ধে ডেভিস কাপ টাই খেলেছিল ২০০৬ সালে৷ মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে সেবার পাকিস্তানকে ৩-২ ব্যবধানে হারায় ভারত৷

ডেভিস কাপ ব়্যাংকিংয়েও ভারত পাকিস্তানের থেকে বেশ কিছুটা এগিয়ে রয়েছে৷ ভারতের ডেভিস কাপ ব়্যাংকিং এই মুহূর্তে ২০৷ পাকিস্তান সেখানে ৩৭ নম্বরে রয়েছে৷

এআটিএ’র সেক্রেটারি জেনারেল হিরন্ময় চ্যাটার্জী বলেন, ‘আমরা ৫ অগস্ট পাকিস্তান টাইয়ের জন্য দল ঘোষণা করব৷ ইতালির বিরুদ্ধে কলকাতায় খেলা দলটাকেই কার্যত ধরে রাখা হত পারে৷ তবে সবকিছুই নির্ভর করবে বিশ্বব়্যাংকিংএর উপর৷ আসলে পাকিস্তানের ভিসা পেতে সময় লাগে বলে আমরা আগে থেকে প্রক্রিয়া সেরে রাখতে চাইছি৷’

হিরন্ময় চ্যাটার্জী ইঙ্গিত দেন যে, ইউকি ও নাগালের চোটের জন্য সিঙ্গলসে প্রজনেশ গুণেশ্বরণ ও রাম কুমার রামানাথন হতে পারেন ভারতের প্রথম দুই পছন্দ৷ রোহন বোপান্না ও দ্বিবীজ শরণকে ডাবলসের জন্য নির্বাচিত করা হতে পারে৷ ইতালির বিরুদ্ধে টাইয়ের পরেই নন-প্লেয়িং ক্যাপ্টেন মহেশ ভূপতি ও কোচ জীশান আলির সঙ্গে চুক্তি শেষ হয়েছে এআইটিএ’র৷ তবে এখনই তাঁদের পরিবর্ত খোঁজার রাস্তায় হাঁটতে রাজি নয় তারা৷ বরং পাকিস্তন সফরে আরও একবার এই দু’জনের হাতেই দায়িত্ব তুলে দেওয়া হবে৷

http://www.anandalokfoundation.com/