বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হলেন বরিশাল আগৈলঝাড়া উপজেলার কৃতি সন্তান দিপংকর গাইন টিটো। দিপংকর গাইন টিটো আগৈলঝাড়া উপজেলার প্রবীণ আওয়ামী লীগ নেতা হরিপদ গাইন এর ছেলে। পারিবারিকভাবে তার পিতার নিকট থেকে ছোটবেলা থেকেই বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে আওয়ামীলীগের মিটিং মিছিলে সক্রিয় অংশ গ্রহণ করেন।
সোমবার (১৯ আক্টোবর) বিকালে বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হয়। তিনি কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হন।
আগৈলঝাড়ার বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রলীগ কমিটির প্রচার সম্পাদক হিসেবে সাংগঠনিক রাজনীতি শুরু করেন। সরকারী শহীদ আবদুর রব সেরনিয়াবাদ কলেজ ছাত্রলীগ থেকে ঢাকার রাজপথে আন্দোলন সংগ্রামে তার ভূমিকা ছিল অনস্বীকার্য।
তিনি আইন অঙ্গনের রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র। তিনি বাংলাদেশ আওয়ামী শিক্ষানবিশ আইনজীবি পরিষদ, কেন্দ্রীয় কার্যকমিটির সভাপতি ছিলেন। বাংলাদেশ আওয়ামী আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সেন্ট্রাল ল কলেজের সফল সভাপতি ছিলেন।
তিনি ঢাকা ও বরিশালের সকল পর্যায়ের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণা, ভোট প্রার্থনায় ভূমিকা রেখে আসছেন।
তিনি বিএনপি-জামাতের অত্যাচারের বিরুদ্ধে ও ওয়ান-এলিভেনের সময় শেখ হাসিনার মুক্তি আন্দোলনে অংশ গ্রহণ করে আহত হয়েছিলেন।
তাকে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত করায় বাংলাদেশ আওয়ামী লীগ এর সভাপতি প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের এবং বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সংগ্রামী সভাপতি নির্মল রঞ্জন গুহ ও বিপ্লবী সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন দিপংকর গাইন টিটো।
সদ্য নির্বাচিত কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা দিপংকর গাইন টিটো বলেন, আমি যতদিন বেঁচে থাকব আওয়ামী লীগের সুনাম অক্ষুন্ন রেখে রাজনীতির মাধ্যমে স্থানীয় মানুষের সেবা করে যাব। এজন্য সকল শ্রেণি-পেশার মানুষের কাছে আশীর্বাদ ও দোয়া কামনা করছি।