13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

স্টার জলসা, জি-বাংলা বন্ধের প্রস্তাব সংসদে

admin
July 4, 2018 11:05 pm
Link Copied!

বাংলাদেশে স্টার জলসা, জি বাংলা বন্ধের প্রস্তাব করা হয়েছে জাতীয় সংসদে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বুধবার (৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত আসনের সংসদ সদস্য নূরজাহান বেগম সম্পূরক প্রশ্নে বলেন, ‘বিদেশি এসব চ্যানেল নতুন প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে। নতুন প্রজন্মের মাঝে নেতিবাচক ধারণা যাচ্ছে। এসব সমাজ বিধ্বংসী চ্যানেল বন্ধ করা হবে কি-না?’

জবাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘যে বিদেশি চ্যানেলগুলো বাংলাদেশে প্রদর্শিত হয় সেগুলো নির্দিষ্ট কিছু নিয়ম-নীতির মাধ্যমে প্রদর্শিত হয়। এসব চ্যানেল অনুমোদনের জন্য উচ্চ পর্যায়ের একটি কমিটি আছে। সেই কমিটি বিষয়গুলো পর্যালোচনা করে, তারা পরীক্ষা-নিরীক্ষা করে সন্তুষ্ট হলেই কমিটি যখন ছাড়পত্র দেয়, তখন সেগুলো বাংলাদেশে প্রদর্শনের ছাড়পত্র পেয়ে থাকে।’

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘তবে বাংলাদেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি বা রাষ্ট্র নিরাপত্তা প্রসঙ্গে যদি কোনও ঝুঁকিপূর্ণ বিষয় থাকে বা সাংঘর্ষিক বিষয় থাকে, সেসব চ্যানেল বাংলাদেশে যেন প্রদর্শিত না হয়, সে ব্যাপারে প্রশাসনিক পদক্ষেপ নিয়ে থাকি। যে চ্যানেলগুলোর কথা বলেছেন- তাদের বিষয়বস্তু দেখেছি, দেখার পরেই অনুমোদন দিয়েছি। এই অনুমোদন দীর্ঘদিন ধরে চলে আসছে। বিষয়টা পুনঃপরীক্ষা করে দেখতে পারি।’

প্রশ্নকারীর উদ্দেশ্যে তথ্যমন্ত্রী বলেন, ‘তিনি ভারতীয় চ্যানেলের কথা শুধু বললেন। বাংলাদেশে জাপান, চীন, ইউরোপ, আমেরিকার অনেক চ্যানেল প্রদর্শিত হয়ে থাকে। সেই চ্যানেলগুলোতে যেসব জিনিস প্রদর্শিত হয়ে থাকে, সে বিষয়ে কোনও অভিযোগ নেই। তিনি জি-বাংলা একটা নাটক নিয়ে অভিযোগ করলেন বা স্টার জলসার একটা নাটক নিয়ে।’

http://www.anandalokfoundation.com/