13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আমাদের সরকার সব সময় খেলাধুলাকে গুরুত্ব দেয় -প্রধানমন্ত্রী

Ovi Pandey
January 25, 2020 8:49 pm
Link Copied!

দি নিউজ ডেক্সঃ আমাদের সরকার সব সময় খেলাধুলাকে গুরুত্ব দেয়, জাতির পিতা স্বাধীনতা এনে দিয়েছেন বলেই আজকে স্বাধীন দেশে আমরা এই টুর্নামেন্ট করতে পারছি বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ফুটবলকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা হিসেবে বর্ণনা করে শেখ হাসিনা বলেন, “এই খেলা আজকে মানুষের কাছে সব থেকে গ্রহণযোগ্যতা পাচ্ছে। কাজেই আমি মনে করি, আমাদের সরকার সব সময় খেলাধুলাকে গুরুত্ব দেয়। আমরা চাই, এই খেলাধুলার মধ্য দিয়ে আমাদের ছেলে-মেয়েরা এগিয়ে যাক। খেলাধুলার মধ্য দিয়ে দেশের মানুষ আরও সুনাগরিক হিসেবে গড়ে উঠুক সেটাই আমরা চাই।

দেশের খেলাধুলার উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “আমরা ইতোমধ্যে আমাদের স্কুল থেকেই বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট মেয়েদের জন্য এবং বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট আমাদের ছেলেদের জন্য প্রাথমিক বিদ্যালয় থেকে আমরা শুরু করেছি। এই ধরনের টুর্নামেন্ট ভবিষ্যতে আরও আয়োজনের প্রত্যাশা জানান প্রধানমন্ত্রী।জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে আন্তর্জাতিক এই ফুটবল টুর্নামেন্ট আয়োজনের সঙ্গে যুক্ত সবাইকে ধন্যবাদ জানান তিনি।

http://www.anandalokfoundation.com/