সৈকত দত্ত, শরীয়তপুর থেকে ॥ শরীয়তপুরে সখিপুর থানার চরভাগা ইউনিয়নে সম্প্রতি একটি ব্রীজের ভিত্তিপ্রস্থর শুভ উদ্বোধন করা হয়। শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য কর্ণেল (অবঃ) শওকত আলী ও চরভাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন হাবিব শিকদার পৃথক ভাবে ব্রীজের ভিত্তিপ্রস্থর উদ্বোধন করেন। শুক্রবার সেই ব্রীজের পাশে পাথরে খোদাই করা ভিত্তি প্রস্থর আর দেখা যাচ্ছে না। স্থানীয় ক্রোন্দলের কারণে কে বা কাহারা তুলে নিয়ে গেছে ভিত্তি প্রস্থর।
প্রায় দুই যুগেরও বেশী সময় ধরে সখিপুর থানার চরভাগা ইউনিয়নের সাথে নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়নের সংযোগ স্থলে পদ্মার শাখা নদীতে একটি ব্রীজের স্বপ্ন দেখছে চরভাগা বাসী। গত ৮অক্টোবর শনিবার চরভাগাবাসীর মুখ উজ্জ্বল করে ৯৯ মিটার দৈর্ঘ্য ব্রীজের নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর উন্মোচন হতে দেখে। এলাকাবাসীর উজ্জ্বল মুখ আর বেশী ক্ষণ স্থায়ী হয় নি। শুক্রবার গভীর রাতে কে বা কাহারা ব্রীজের ভিত্তি প্রস্থর ফলক খুলে নিয়ে গেছে।
স্থানীয়রা জানায়, দুই যুগের সাধনা ও অপেক্ষা রাজনৈতিক দ্বন্দ্বের কারণে আজ বিলিন হতে চলছে। চরভাগা থেকে ঘড়িষারে যেতে এ পথই সহজ তাই ব্রীজটি জরুরী ছিল। তাদের স্বপ্ন পূরণ হওয়ার শুভ ক্ষণেই স্বপ্ন ভেঙ্গে খান খান হয়ে গেছে। যে রাজনীতি দেশের উন্নয়নের বাঁধা হয়ে দাড়ায় সে রাজনীতি কখনও মানুষের মঙ্গলের জন্য না। আমরা দেশের উন্নয়নের স্বার্থে সুস্থ্য রাজনীতি চাই।