গণফোরাম থেকে নির্বাচিত মোকাব্বির খান সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর বলেছেন, সংসদে আমার ভূমিকা হবে শতভাগ বিরোধী দলীয়। যে সংসদীয় এলাকা থেকে নির্বাচিত হয়েছি, সেই এলাকার জনগণের কথা বলবো।
মঙ্গলবার শপথ নেওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন মোকাব্বির।
গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরীর উত্থাপিত দলের প্যাড চুরির অভিযোগ প্রসঙ্গে মোকাব্বির বলেন, গত ৭ মার্চ আমার শপথ নেওয়ার কথা ছিল।
কিন্তু দলের প্রেসিডিয়াম সভায় সিদ্ধান্ত হয়েছিল—৭ মার্চ না নিয়ে অন্য যেকোনও দিন শপথ গ্রহণ করি। সেদিনও যে প্যাডে সংসদকে চিঠি দিয়েছিলাম, সেই একই প্রক্রিয়ায় প্রেসিডিয়ামের সিদ্ধান্ত নিয়ে সংসদে এসেছি।
এ সময় তার পাশে থাকা গণফোরামের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মেজর (অব.) আমিন আহমেদ আফসারী দলীয় প্যাডে লেখা চিঠির কপি সাংবাদিকদের দেখান।