13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

শেয়ার বাজার ও বন্ড মার্কেট উন্নয়নে সহায়তা করবে বিশ্বব্যাংক -অর্থমন্ত্রী

admin
September 12, 2019 10:44 pm
Link Copied!

শেয়ার বাজার ও বন্ড মার্কেট উন্নয়নে সহায়তা করবে বিশ্বব্যাংক। এছাড়াও অর্থনীতিতে যেসব জায়গায় দেশ পিছিয়ে আছে, সেসব জায়গার উন্নয়নেও এগিয়ে আসবে সংস্থাটি। বলেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আজ অর্থমন্ত্রীর সাথে শেরেবাংলা নগরে তাঁর দপ্তরে বিশ্বব্যাংকের আঞ্চলিক পরিচালক জুবিদা খেরুজ এলাউয়া (তড়ঁনরফধ কযবৎড়ঁং অষষধড়ঁধ) সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে মন্ত্রী সাংবাদিকদেরকে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বন্ড মার্কেটের উন্নয়নে কর্পোরেট সেক্টরের প্রভিডেন্ড ফান্ডগুলো নিয়ে আসা হবে। বন্ড মার্কেট এমনভাবে উন্নয়ন করা হবে যাতে করে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও চলে আসবে। বন্ড মার্কেটের উন্নয়ন হলে শেয়ার বাজারেরও উন্নয়ন হবে।

বিশ্বব্যাংকের আঞ্চলিক পরিচালক বলেন, বাংলাদেশের অর্থনীতি যেভাবে এগুচ্ছে তা প্রশংসাযোগ্য। বিশ্বব্যাংক এক্ষেত্রে কারিগরি সহায়তা, রেগুলেটরি রিফর্ম এবং পলিসির উন্নয়নে সহায়তা করবে। বন্ড মার্কেট ও শেয়ার বাজারের উন্নয়ন সমন্বিতভাবে করা হবে বলে তিনি আশ্বাস দেন।

http://www.anandalokfoundation.com/