13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

শাকিব একাই দু’জন ক্রিকেটারের সমান

admin
November 14, 2019 7:17 am
Link Copied!

টি-২০ সিরিজে হারতে হলেও প্রথমবার ভারতকে সংক্ষিপ্ত ফর্ম্যাটে একটি ম্যাচে হারানোর কৃতিত্ব দেখিয়েছে বাংলাদেশ৷ সামনে এবার টেস্ট সিরিজ৷ সন্দেহ নেই টেস্ট সিরিজেরও শাকিব ও তামিমের অভাব টের পাবে তারা৷ বাংলাদেশের নতুন টেস্ট অধিনায়ক মোমিনূল হক মেনেও নিচ্ছেন সে কথা৷

টেস্ট টেসির শুরুর আগে মোমিনূল স্বীকার করেন যে, শাকিব ও তামিমকে ছাড়া মাঠে নামা অত্যন্ত কঠিন৷ তাঁর মতে শাকিব একাই দু’জন ক্রিকেটারের সমান৷ পরিস্থিতি চ্যালেঞ্জিং হলেও নতুনদের কাছে নিজেদের যথাযথ মেলে ধরার সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন মোমিনূল৷

বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘সবাই জানে আমরা দলের দু’জন সেরা ক্রিকেটারকে মিস করছি৷ তবে আমি মনে করি যে, দু’জন নয়, তিন জনের অভাব রয়েছে দলে৷ কারণ, শাকিব একাই দু’জন ক্রিকেটারের সমান৷ এটা চ্যালেঞ্জিং৷ তবে দলের বাকিদের সামনে নতুন সুযোগও বটে৷ শাকিব ভাই ও তামিম ভাইয়ের অনুপস্থিতিতে নিজেদের মেলে ধরার চ্যালেঞ্জ রয়েছে ছেলেদের সামনে৷’মোমিনূলের নেতৃত্বেই বাংলাদেশ প্রথমবার গোলাপি বলে দিন-রাতের টেস্ট ম্যাচ খেলবে৷ ইডেনে ভারতের বিরুদ্ধে ঐতিহাসিক ডে-নাইট টেস্টে ক্যাপ্টেন্সি করার গৌরব অর্জন করবেন তিনি৷

দিন-রাতের টেস্ট প্রসঙ্গে মোমিনূল জানান, ‘আমরা ঢাকায় গোলাপি বলে অনুশীলন করেছি৷ ভারতে আসার পর একবারও গোলাপি বলে প্র্যাক্টিস করিনি৷ প্রথম টেস্টের পর দিন-রাতের টেস্টের দিকে নজর দেওয়া যাবে৷ আমি নিজে কখনও গোলাপি বলে ম্যাচ খেলিনি৷ সুতরাং একা একটা নতুন বিষয় হতে চলেছে আমাদের কাছে৷ এটা যতটা না চ্যালেঞ্জের, তার থেকে অনেক বেশি শেখার সুযোগ হিসাবেই বিবেচিত হচ্ছে আমাদের কাছে৷ আসলে ভারতের বিরুদ্ধে পূর্ণাঙ্গ টেস্ট সিরিজ খেলাটাই দলের সবার কাছে একটা বড় সুযোগ নিজেদের পরিণত করার৷’

http://www.anandalokfoundation.com/