13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ধামইরহাটে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

Ovi Pandey
February 22, 2020 7:57 pm
Link Copied!

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

২১ ফেব্রুয়ারী দিবসটি উপলক্ষে উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন জাতীয় সংসদের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি পক্ষে দলীয় সভাপতি দেলদার হোসেন, সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম। পরে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামীলীগ ও অংগ সংগঠন, কৃষক ও জাতীয় শ্রমিকলীগ, জাতীয় পার্টি, যুবলীগ, ছাত্রলীগ, বাংলাদেশ জাতীয় বাদী দল বিএনপি, সরকারী প্রাথমিক শিক্ষক সমিতি, ঘাতক দালাল নির্মুল কমিটি, উপজেলা প্রেস ক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠন শহীদ বেদিতে ফুল নিবেদন করেন।

সকাল ৮ টায় বর্ণাঢ্য প্রভাতফেরি শেষে শহিদ মিনার পাদদেশে ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় সংসদের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, ভাইসচেয়ারম্যাস সোহেল রানা,সরকারী এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার সেলিম রেজা, সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। পরে শিল্পকলা একাডেমীর সংগীত প্রশিক্ষক এম.কেচৌধুরী জিন্নাহ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন।

http://www.anandalokfoundation.com/