13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় করোনা রোগী শনাক্তকরণে পিসিআর ল্যাব স্থাপন হচ্ছে

Rai Kishori
April 23, 2020 9:03 pm
Link Copied!

ভোলা প্রতিদিধি॥   ভোলায় করোনো রোগী শনাক্তকরণের জন্য খুব শিগগির পিসিআর ল্যাব স্থাপন করা হবে। একই সঙ্গে ১০টি নিবিড় পর্যবেক্ষণ ইউনিট (আইসিইউ) বেড দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে জেলা সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ভোলার জন্য একটি পিসিআর ল্যাব অনুমোদন হয়েছে বলে একজন সচিবের কাছ থেকে খরবটি জানতে পেরেছি। তাই নিশ্চিত করে বলা যায় আমরা খুব শিগগির সরকারের পক্ষ থেকে করোনো রোগী পরীক্ষার জন্য পিসিআর ল্যাব পাচ্ছি। মেশিনটি জেলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে স্থাপন করা হবে। তবে কবে নাগাদ মেশিনটি ভোলায় এসে পৌঁছাবে সেটি এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।

সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী আরো বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য বর্তমানে জেনারেল হাসপাতালে ১০০টি বেডসহ জেলার ৭ উপজেলা হাসপাতালগুলোতে আলাদা আরো ৩০টিসহ মোট ১৩০টি আইসোলেশন বেড (করোনা ইউনিট) প্রস্তুত রাখা হয়েছে।

http://www.anandalokfoundation.com/