13yercelebration
ঢাকা

রোহিঙ্গাদের জন্য ৭০০ টন ত্রাণ নিয়ে চট্টগ্রাম ভারতীয় জাহাজ

admin
September 29, 2017 3:54 am
Link Copied!

রাজিব শর্মা, চট্টগ্রামঃ মিয়ানমারে সহিংসতার মুখে বাংলাদেশে পালিয়ে আশা রোহিঙ্গাদের জন্য ত্রাণসামগ্রী পাঠিয়েছে ভারত। বৃহস্পতিবার ভোরে চট্টগ্রাম বন্দরের ১ নম্বর জেটিতে ভারতে ত্রাণের তৃতীয় চালানটি এসে পৌঁছায়।

ভারতীয় নৌবাহিনীর জাহাজ আইএনএস ঘড়িয়াল ওই ত্রাণ নিয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বন্দর জেটিতে চট্টগ্রামের জেলা প্রশাসকের কাছে এসব ত্রাণ হস্তান্তর করেন।

এ ত্রাণের চালানে রয়েছে- চাল, ডাল, লবণ, চিনি, চা, গুঁড়ো দুধ, বিস্কুট, সাবান ও মশারি রয়েছে। মোট ৬২ হাজার প্যাকেটে এই ত্রাণ বিতরণের জন্য তৈরি করা হয়েছে।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর ৫৩ টন এবং পরদিন আরও ১০৭ টন ভারতীয় ত্রাণ চট্টগ্রাম পৌঁছায়।

উল্লেখ, গত ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যের কয়েকটি পুলিশ ও সেনা চৌকিতে সংখ্যালঘু রোহিঙ্গা বিদ্রোহী গ্রুপ আরকান স্যালভেশন আর্মির হামলার অভিযোগে দমন অভিযান শুরু করে বার্মিজ সেনারা। তারপর থেকে এখন পর্যন্ত প্রায় সাড়ে চার লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। মানবিক বিবেচনায় বাংলাদেশ সরকার তাদের কক্সবাজারের কুতুপালং এর বালুখালীতে থাকার অনুমতি দিয়েছে। সেখানে তাদের জন্য ত্রাণ ও অন্যান্য সুযোগ সুবিধা দিচ্ছে সরকারসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা।

http://www.anandalokfoundation.com/