13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ১১৬ জন ডেঙ্গু রোগী

Rai Kishori
August 13, 2019 9:18 pm
Link Copied!

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে বর্তমানে ১১৬ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ইসলাম ফেরদৌস জানান, গত ২৪ ঘন্টায় ১১ জন নতুন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন।  চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক জন। এছাড়া গতকাল সোমবার একজন রোগী ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এখন পর্যন্ত এ হাসপাতালে মোট ৩৫৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ২৪০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আর ১১৬ জন এখনো চিকিৎসাধীন রয়েছেন।  আইসিইউতে আছে একজন।

ডা. সাইফুল ইসলাম ফেরদৌস আরো জানান, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় এবার চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। তাই এখানে আসা রোগীরা শতভাগ চিকিৎসা পাচ্ছেন। রক্ত পরীক্ষা, ডেঙ্গু রোগ সনাক্ত ও প্রয়োজনে রক্ত দেওয়াসহ সব ধরনের চিকিৎসার ব্যবস্থা রাখা আছে।

http://www.anandalokfoundation.com/