13yercelebration
ঢাকা
শিরোনাম

লাইফ সাপোর্টে বাংলাদেশের শেয়ারবাজার, সব উদ্যোগই ব‍্যর্থ

জিআই হিসেবে স্বীকৃতি প্রদানের পাশাপাশি পণ্যের গুণগত মানের দিকে নজর দিতে হবে -শিল্পমন্ত্রী

ইউএস স্টেট ডিপার্টমেন্টের বাংলাদেশ ২০২৩ হিউম্যান রাইটস রিপোর্ট

দেশকে এগিয়ে নিতে কৃষির সকল স্তরে উন্নত প্রযুক্তির ব্যবহার অপরিহার্য -স্থানীয় সরকার মন্ত্রী

শুধু চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হয়ে তরুণদের জন্য চাকরির ক্ষেত্র তৈরি করবে -স্বাস্থ্য মন্ত্রী

তাপদাহ না কমলে শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে তিন বিকল্প ভাবছে নীতি নির্ধারণী

সাতক্ষীরায় টিটিসিতে ৭৫ দিন মেয়াদী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের মতবিনিময় ও সমাপনী অনুষ্ঠিত 

আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডবে তিনজনের মৃত্যু

Rai Kishori
April 1, 2019 7:10 am
Link Copied!

প্রচণ্ড ঝড়ো হাওয়া বয়তে থাকে পুরো রাজধানীর শহর জুড়ে। হঠাৎ করে শুরু হয় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি। ঝড়ের তাণ্ডবে রাজধানীর বিভিন্ন স্থানের গাছপালা ভেঙে পড়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিপর্যস্থ হয়ে পড়েছে। সবর্শেষ তথ্য অনুসারে কালবৈশাখীতে তিনজনের প্রাণহানী ঘটেছে। নগরীর বিভিন্ন সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এছাড়া, ঝড়ের কারণে বিমান ওঠানামা ব্যাহত হয়েছে বলে জানা গেছে।

আকষ্মিক এ ঝড়ে রাজধানীর পল্টনে ভবনের ছাদ থেকে ইট পড়ে মো. হানিফ (৪৫) নামে এক চা দোকানদার মারা যান। এছাড়া রাজধানীর সংসদ ভবন এলাকায় গাছ পড়ে মিলি ডি কস্তা (৬০) নামে এক নারী মারা গেছেন। মিরপুর এলাকায় দেয়াল ধসে একজর নিহত হন। তার দুলাল মিয়া বলে জানা গেছে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, আজ রোববার ঢাকায় ২০ মিনিটের কালবৈশাখীর ঝড় হয়। যাতে ঘণ্টায় ৭৪ কিলোমিটার গতি বয়ে যায়। যা ছিল দেশের মধ্যে সবচেয়ে বেশি। এছাড়া ৪৮ কিলোমিটার বেগে ফরিদপুর, ৫৬ কিলোমিটার বেগে সিলেটে কালবৈশাখী বয়ে যায়।

এ সপ্তাহজুড়ে কালবৈশাখী দেশের বিভিন্নস্থানে হবে বলে জানান আবহাওয়াবিদ বজলুর রশিদ।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্রে জানা যায়, ঢাকার গুলশান, ধানমন্ডি, নারিন্দা, মানিকনগর, সিদ্ধিরগঞ্জ, রামপুরা, বনশ্রী, মগবাজার, তেঁজগাও ও পুরান ঢাকারসহ অধিকাংশ এলাকায় সন্ধ্যার ঝড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। অনেক এলাকায় গাছ পড়ে বিদ্যুৎ বিতরণ লাইন ছিড়ে যায়। কয়েকটি এলাকায় সাব স্টেশনে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। এছাড়া দেশের বিভিন্ন স্থানে সঞ্চালন লাইন ট্রিপ করায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়। তবে জাতীয় গ্রিডে কোনও ক্ষতি হয়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, ঝড়ে অন্তত ২৫টি স্থানে গাছ পড়ার ঘটনা ঘটেছে। ঝড়ে শাহবাগ থানার সাইনবোর্ড উড়ে গেছে। মিন্টো রোডে পুলিশ ভবনের সামনে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়েছে। ধানমন্ডি তিন নম্বর সড়কেও গাছের ডাল ভেঙে সড়কে পড়েছে। জাতীয় সংসদ ভবন এলাকায় বেশ কিছু গাছ ভেঙে পড়ে।

জানা যায়, কাকরাইল এলাকায় একটি গাছের ঢাল ভেঙে অটোরিকশা ও প্রাইভেট কারের ওপর পড়ে, এতে অটোরিকশা চালক সামান্য আহত হন। ডাল ভেঙে পড়ায় সড়কে যান চলাচলও ব্যাহত হয়। গুলশানে গাড়ির উপর গাছ ভেঙে পড়ে দুমড়ে মুচড়ে গিয়েছে গাড়ি। রাজধানীর বেশ কিছু এলাকা ঘুরে দেখা যায়, অনেক এলাকায় গাছপালা ভেঙে রাস্তা ও বাসাবাড়ির ওপরে পড়ে আছে। থেমে থেমে বৃষ্টি পড়ছে। বৃষ্টি একটু থামার পরই ঢাকা মহানগর পুলিশের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা রাস্তা থেকে গাছ সরানোর কাজ শুরু করেন।

আবহাওয়া অফিস থেকে জানা যায়, রাজশাহী, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ফরিদপুর, ময়মনসিংহ, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, কুমিল্লা ও সিলেট অঞ্চলেও ঝড় ও শিলা বৃষ্টির খবর পাওয়া গেছে। এসব অঞ্চলসমূহের নদী বন্দরসমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত (পুনঃ) ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

http://www.anandalokfoundation.com/