13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কামারখালীতে রক্ষা কালী মায়ের প্রতিমা ভাংচুর

Brinda Chowdhury
February 6, 2020 2:34 pm
Link Copied!

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের রাজধরপুর গ্রামের স্বর্গীয় কালীপদ রুদ্র’র ছেলে অলোক রুদ্র’র বাড়ীর পারিবারিক কালী মন্দিরের রক্ষা মায়ের কালী পূজার কালী প্রতিমা ভাংচুর হয়েজায়ন

বুধবার রাতের আধারে কে বা কাহারা ভেঙ্গেছে তা এখনো জানা যায়নি। সংবাদ পেয়ে আজ বৃহস্পতিবার সকালে গিয়ে প্রতিমা ভাঙ্গার সত্যতা পাওয়া যায়।

জানা যায় আজ বৃহস্পতিবার সকাল প্রায় ৬টার সময় মন্দিরের সামনে পরিস্কার করার সময় অলোক এর মা কানন বালা রুদ্র মন্দিরের দিকে তাকিয়ে দেখতে পান রক্ষা মায়ের কালী পূজার কালী প্রতিমা ভাঙ্গা। পরে বাড়ীর সবাইকে জানালে পরিবারের পক্ষ থেকে আশেপাশে এবং প্রশাসনকে জানানো হয়।

এরপর সংবাদ পেয়ে ফরিদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জামাল পাশা, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মহিউদ্দিন, মধুখালী উপজেলা চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান(বাচ্চু), মধুখালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক(বকু),মধুখালী উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মুরাদুজ্জামান(মুরাদ), মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তফা মনোয়ার, মধুখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম , সি.আই.ডি, ডি.এস.বি মোঃ জাহাঙ্গীর আলম,কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস(বাবু), কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জামান চৌধুরী (টার্গেট),মধুখালী থানার এস.আই. মোঃ সাহেব আলী, ইউ.পি. সদস্য মোঃ আবুল কালাম আজাদ, মোঃ ফারুক হোসেন সহ অনেকে প্রতিমা ভাঙ্গা মন্দির পরিদর্শন করেন এবং মন্দির রক্ষনাবেক্ষন সহ প্রশাসনিক ব্যবস্থা গ্রহন করবেন।

এ ছাড়া মধুখালী উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আবু সাঈদ মিয়া সহ অনেক গন্যমান্য ব্যক্তিগন প্রতিমা ভাঙ্গা বাড়ী দেখতে আসেন। পরিবারের সাথে কথা বলে জানা যায় এই প্রথম দুর্ঘটনা ঘটলো। পরিবারের পক্ষ থেকে তারা প্রসাশনের নিকট সঠিক তদন্ত এবং সঠিক বিচার দাবী করেন। প্রতিমা ভাংচুরে পরিবারের সম্মান ও পূনরায় প্রতিমা গড়াসহ প্রায় ৫০,০০০(পঞ্চাশ হাজার )টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়।

http://www.anandalokfoundation.com/