13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী ব্লিনকেন সঙ্গে মালালা সাক্ষাৎ

নিউজ ডেক্স
December 7, 2021 1:30 pm
Link Copied!

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন পাকিস্তানি তরুণী মালালা ইউসুফজাইয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন । এ সময় তিনি আফগানিস্তানে নারী শিক্ষার বর্তমান অবস্থা নিয়ে মালালার কথা বলেন।

মালালা বলেন, আমরা যখন নারী শিক্ষার বৈষম্য দূর করার কথা বলছি, তখন আফগানিস্তানে তালেবানরা মাধ্যমিক স্কুলে মেয়েদের যেতে নিষেধ করছেন।

মার্কিন সেনারা আফগান ত্যাগ করার পর তালেবান শাসনের প্রায় ১০০ দিন হতে চলল ।  দেশটিতে নারীদের কর্মসংস্থান কমেছে,  প্রচণ্ডভাবে বাধাগ্রস্ত হয়েছে নারী শিক্ষা।

মালালা  ব্লিনকেনকে ১৫ বছর বছর বয়সি আফগান কিশোরীর লেখা চিঠি পড়ে শোনান।

আফগান ওই কিশোরী তার চিঠিতে লিখেছে, সমাজে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে নারী শিক্ষা একটি শক্তিশালী উপাদান। নারীরা যদি শিক্ষিত না হয়,  আফগানিস্তান  পিছিয়ে যাবে।

উল্লেখ, ২০১২ সালে তালেবানরা মালালাকে স্কুলে যাওয়ার কারণে গুলি করেন এবং অল্পের জন্য প্রাণে বেঁচে যান ।  নারী অধিকার ও নারী শিক্ষা এর পর থেকে আন্দোলনের মধ্যমনিতে পরিণত হন মামলা।

http://www.anandalokfoundation.com/