মেহের আমজাদ,মেহেরপুর: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছে মেহেরপুর সরাকারি কলেজ শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।
গতকাল শনিবার দুপুর ১২ টার দিকে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি কুদরত-ই-খোদা রুবেল ও সাধারণ সম্পাদক মাসুদ রানার নেতৃত্বে কলেজ ক্যাম্পাস থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়।
মিছিলটি কলেজ মোড় প্রদক্ষিন করে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান সেতু,সাবেক সাংগঠনিক সম্পাদক জাব্বারুল ইসলাম, কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক শোভন সরকার, ছাত্রলীগ নেতা মহিবুল ইসলাম,মাবুদ, শান্ত, সান, ফাইম, মিরাজ, হাসিব, গোলাম রব্বানী, হৃদয়, রবিন, জাহিদুল ইসলাম,রাকিবুল ইসলাম প্রমুখ।