মেহের আমজাদ,মেহেরপুরঃ মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে পরিবহনের ধাক্কায় জানের আলী (৫৬) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর চারটার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের আমঝুপি মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় জানের আলীর সঙ্গীয় শ্রমিক আনছার আলীকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত জানের আলী আমঝুপি গ্রামের উত্তরপাড়ার মৃত আজাহার আলীর ছেলে ও সুবাহ সামাজিক উন্নয়ন সংস্থা নামের একটি এনজিও প্রতিষ্ঠানের আম বাগান পাহারাদার ছিলেন।
আহত সূত্রে জানা গেছে, জানের আলী ও নছিমন চালক আনছার আলী আমঝুপি প্রধান সড়কের দুপাশে সুবাহ সামাজিক উন্নয়ন সংস্থার বনায়নকৃত আম গাছের ফল পাহারায় কর্মরত ছিলেন। প্রতিদিনের ন্যায় তারা দুজনে সড়কের পাশে নছিমনের উপর শুয়ে ছিলেন। ভোরে ঢাকা থেকে মেহেরপুরগামী দ্রুতগতির একটি যাত্রীবাহী পরিবহন তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে নছিমনসহ সড়কের উপর ছিটকে পড়ে পাহারাদার দুজন। এতে ঘটনাস্থলে জানের আলীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আনছার আলীকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করেছেন সদর থানার উপ পরিদর্শক (এসআই) মেহেদি হাসান। তিনি জানান, দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।