মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনাসভা করেছে জেলা প্রশাসন। গতকাল শনিবার সকাল ৯টার সময় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক পরিমল সিংহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবির সহ জেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ র্যালি ও আলোচনাসভায় অংশ গ্রহন করে।