14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মার্চ টু ঢাকা কর্মসূচি সফল করার আহবান বিএনপির

সুমন দত্ত
August 5, 2024 10:18 am
Link Copied!

নিউজ ডেস্ক: প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার এক বিবৃতিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি সফল করতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে অবিলম্বে ক্ষমতা থেকে সরে যেতে প্রধানমন্ত্রীকে আহ্বান জানান ফখরুল।

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের ‘ঢাকা মার্চ’ কর্মসূচিকে সফল করতে এবং একই সঙ্গে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য আমি আমাদের দেশের জনগণ এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতি নিজ নিজ এলাকায় কাজ করার আহ্বান জানাচ্ছি। ।

শিক্ষার্থীদের চলমান গণআন্দোলনে সব রাজনৈতিক দলকে সমর্থন দেওয়ারও আহ্বান জানান ফখরুল।

তিনি অভিযোগ করেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সশস্ত্র নেতাকর্মীদের জড়ো করে গণতন্ত্রপন্থী শিক্ষার্থীদের ওপর হামলার পরিকল্পনা করেছে।

ফখরুল বলেন, ‘ঢাকার ধানমন্ডি, সায়েন্স ল্যাবরেটরি, মিরপুর, উত্তরা ও তোপখানা রোডসহ বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সন্ত্রাসী ও আইনশৃঙ্খলা বাহিনী মারাত্মক আগ্নেয়াস্ত্র নিয়ে গুলি চালায়।

‘আন্দোলন দমনে হত্যা, নির্যাতন ও বলপ্রয়োগের মাধ্যমে গোটা দেশকে রণক্ষেত্রে পরিণত করা হয়েছে। সরকার নির্বিচারে গুলি করে ছাত্রদের হত্যা করছে।’

আওয়ামী লীগের সন্ত্রাসীরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও অন্যান্য প্রতিষ্ঠানে পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে এবং এর জন্য আন্দোলনকারীদের দায়ী করেছে বলে অভিযোগ করেন বিএনপি নেতা।

ফখরুল বলেন, সরকার সংঘাত উসকে দিয়ে আন্দোলনের বিজয় নষ্ট করার পরিকল্পনা করেছিল, কিন্তু আন্দোলনকারী জনগণ সেই ষড়যন্ত্র নস্যাৎ করে বিজয় অর্জন করবে।

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের ডাকা অসহযোগ আন্দোলনের প্রথম দিনেই দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও আইনশৃঙ্খলা বাহিনীর সশস্ত্র সন্ত্রাসীরা গুলি চালিয়ে প্রায় শতাধিক মানুষকে হত্যা ও হাজার হাজার আহত করেছে। অন্যদের গুলি’ ।

তিনি সহিংসতায় নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করে বলেন, চলমান আন্দোলনে যারা ছাত্রদের হত্যা করেছে তাদের বিচার হতে হবে।

আগের দিন বৈষম্যের বিরুদ্ধে ছাত্র আন্দোলন সোমবার ‘লং মার্চ টু ঢাকা’ ঘোষণা করে, সরকারের পদত্যাগের দাবিতে রাজধানী অভিমুখে মিছিল করে রাজপথে জড়ো হওয়ার আহ্বান জানিয়ে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানায়।

http://www.anandalokfoundation.com/