13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ভিডিও কনফারেন্সে ১৮ বিচারপতির শপথ গ্রহণ

Rai Kishori
May 30, 2020 11:03 pm
Link Copied!

বাংলাদেশে প্রথমবারের মত ভিডিও কনফারেন্সে শপথ গ্রহণ করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া ১৮ বিচাপতির।

শনিবার (৩০ মে) বিকেলে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১৮ বিচারককে শপথ-বাক্য পাঠান করান।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিচারপতিদের শপথ গ্রহণ দেশের বিচার বিভাগের ইতিহাসে এবারই প্রথম।

হাইকোর্ট বিভাগের অতিরিক্ত ১৮ বিচারককে হাইকোর্টের স্থায়ী বিচারক হিসেবে শুক্রবার (২৯ মে) নিয়োগ দেয়া হয়। সংবিধানের ৯৫ অনুচ্ছেদের ক্ষমতা বলে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে ওই নিয়োগ দেন।

শপথ গ্রহণের তারিখ থেকে তাদের নিয়োগ কার্যকর হবে বলে শুক্রবার জারি করা নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এরপর ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ ১৮ বিচারপতি শপথ নেন। সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেল মো. আলী আকবরের পরিচালনায় অনুষ্ঠানে উভয় বিভাগের বিচারপতিরা অংশ নেন।

শপথ নেয়া ১৮ বিচারপতি হলেন- বিচারপতি মো. আবু আহমেদ জমাদার, বিচারপতি এ এস এম আব্দুল মোবিন, বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান, বিচারপতি ফাতেমা নজীব, বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা, বিচারপতি এস এম কুদ্দুস জামান, বিচারপতি মো. আতোয়ার রহমান, বিচারপতি খিজির হায়াত, বিচারপতি শশাঙ্ক শেখর সরকার, বিচারপতি মোহাম্মদ আলী, বিচারপতি মহিউদ্দিন শামীম, বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খান, বিচারপতি মো. খায়রুল আলম, বিচারপতি এস এম মনিরুজ্জামান, বিচারপতি আহমেদ সোহেল, বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান ও বিচারপতি কে এম হাফিজুল আলম।

উল্লেখ্য, এর আগে ২০১৮ সালের ৩০ মে সংবিধানের ৯৮ অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি দুই বছরের জন্য হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে ১৮ জনকে নিয়োগ দেন। পরদিন শপথ গ্রহণের মধ্য দিয়ে তাদের ওই নিয়োগ কার্যকর হয়। দুই বছর মেয়াদ শেষে শনিবার শপথ গ্রহণের মধ্য দিয়ে হাইকোর্ট বিভাগের বিচারক হিসেবে স্থায়ী হলেন তারা।

http://www.anandalokfoundation.com/