13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ভারতের মণিকর্ণ উপত্যকার মহিলারা বছরে ৫দিন পোশাক পরেনা

Rai Kishori
November 20, 2020 8:37 am
Link Copied!

ভারত প্রতিনিধিঃ ভারতের হিমাচল প্রদেশের মণিকর্ণ উপত্যকার পিনি গ্রামে অদ্ভুত এক রীতি রয়েছে। এখানকার মহিলারা বছরে পাঁচ দিন কোনো রকম পোশাক পরেন না। আসুন জেনে নেওয়া যাক এই রীতি সম্পর্কে।

এই গ্রামের শ্রাবণ মাসে এই রীতিটি পালন করা হয়। তারা বিশ্বাস করে যে এই পাঁচ দিনের মধ্যে কোনও মহিলা যদি পোশাক পরেন তবে তার বাড়িতে কোনও অশুভ এবং অপ্রীতিকর সংবাদ থাকতে পারে। বছরের পর বছর ধরে চলে আসা এই রীতি গ্রামের প্রতিটি বাড়িতেই অনুসরণ করা হয়।

বলা বাহুল্য, আজকের সময়ে দাঁড়িয়ে এই রীতিটি নারী সমাজের জন্য অত্যন্ত অবমাননাকর। কিন্তু আজও এই কুসংস্কার থেকে বেরিয়ে আসতে পারেনি হিমাচলের এই গ্রামটি।

http://www.anandalokfoundation.com/