14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ভারতের থেকে ১০ ডলার বেশি বাংলাদেশের মাথাপিছু জিডিপি -আইএমএফ

Rai Kishori
October 19, 2020 11:51 pm
Link Copied!

দেবাশীষ মুখার্জী, কূটনৈতিক প্রতিবেদক:  এক বছর আগেও যা মানুষ কল্পণা করতে পারেনি, তাই ঘটতে চলেছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে আইএমএফ-এর প্রাক্কলন অনুযায়ী- আগামী অর্থবছরে বাংলাদেশের মাথাপিছু জিডিপি, ভারতের থেকে ১০ ডলার বেশি থাকবে। যেখানে মাত্র পাঁচ বছর আগেও, ভারতের মাথাপিছু জিডিপি বাংলাদেশের থেকে ২৫ শতাংশ বেশি ছিল।

বিশ্বের বিদগ্ধ অর্থনীতিবিদগণ, ভারতের এই পিছিয়ে পড়ার জন্য কোভিড-১৯ মোকাবেলায় ভারত সরকারের ব্যর্থতাকেই দায়ী করেছেন এবং কোভিড-১৯ মোকাবেলায় বাংলাদেশের শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের তুলনামূলক সাফল্যের ভূয়শী প্রশংসা করেছেন।

যদিও সাময়িক বিপর্যয় কাটিয়ে উঠে,পরবর্তী অর্থবছরেই বাংলাদেশের মাথাপিছু জিডিপি-কে অতিক্রম করে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে ভারতের; তবুও বিশেষজ্ঞদের গবেষণায় ভারতের দীর্ঘকালব্যাপী অর্থনৈতিক ব্যর্থতার কিছু হতাশাজনক চিত্র ফুটে উঠেছে।

যেমন চীন ও ভিয়েতনামের মতো দেশ যেখানে অদক্ষ শ্রমিকদের ব্যবহার করে তৈরি পোশাক কিংবা জুতার কারখানার মতো রপ্তানিমুখী কারখানা স্থাপন করে,অর্থনৈতিক প্রবৃদ্ধি বেগবান করার পাশাপাশি দারিদ্র বিমোচন করতে পেরেছে; ভারত সেখানে গতানুগতিক মাথাভারী আমলাতান্ত্রিক ধ্যান ধারণার বাইরে যেতে পারেনি। বাংলাদেশের অর্থনৈতিক সাফল্যের নেপথ্যে রয়েছে, চীন ও ভিয়েতনামের পদাঙ্ক অনুসরণ।

http://www.anandalokfoundation.com/